নয়াদিল্লি: গত বছর থেকে শুরু করে এখনো পর্যন্ত গোটা দেশ এবং বিশ্বের আতঙ্ক ছড়িয়ে দেখেছে করোনা ভাইরাস সংক্রমণ। এই মুহূর্তে সেই সংক্রমণের ধার কিছুটা কমায় এবং অধিকাংশ দেশ একাধিক ভ্যাকসিন ব্যবহার করায়, সাধারণ মানুষ কিছুটা নিশ্চিন্ত হতে পেরেছে ঠিকই কিন্তু এখন করোনাভাইরাসের নতুন প্রজাতির ডেল্টা নিয়ে দিন দিন চিন্তা বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মনে করা হচ্ছে আগামী দিনে গোটা বিশ্বে এই প্রজাতির সংক্রমণ ছড়িয়ে দেবে কারণ ইতিমধ্যেই ১০০ দেশে হানা দিয়েছে করোনাভাইরাস ডেল্টা প্রজাতি।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামেছে সরকারি বাস, দেখা নেই বেসরকারির, ভোগান্তি যাত্রীদের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, করোনাভাইরাস ডেল্টা প্রজাতির সংক্রামক রূপ সবথেকে বেশি প্রবল। অর্থাৎ এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অন্যান্য প্রজাতির থেকে অনেক বেশি। তাই অবশ্য ভাবে এই প্রজাতি নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে তাদের। আরো চমকে দেওয়ার মতো ব্যাপার, ইতিমধ্যে প্রায় ১০০ দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে বলে জানতে পেরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখানেই সব থেকে বড় উদ্বেগের ব্যাপার হলো বেশিরভাগ দেশে এই প্রজাতি আটকানোর প্রয়োজনীয় পরিকাঠামো নেই। যার ফলে আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ডেল্টা প্রজাতি বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তরফ থেকে আরও জানানো হচ্ছে, স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করা আগের থেকেও বেশি বাধ্যতামূলক করতে হবে এই প্রজাতির সংক্রমণ আটকানোর জন্য। এর পাশাপাশি টিকাকরণের জোর দিতে হবে বলে দাবি করছে তারা। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ, যে সব জায়গায় টিকাকরণের হার কম সেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেল্টা ভাইরাস।
আরও পড়ুন- রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, পাঁচিল ভেঙে ফোর্টউফলিয়ামে ঢুল বাস, গুরুতর আহত ১২
এদিকে এই আশঙ্কার মধ্যেই উদ্বেগজনক ভাবে ভারতের করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েছে গত দু’দিনে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। অর্থাৎ এক লাফে দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে ৬ শতাংশ! এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের, যা গতকালের তুলনায় বেশি। এ নিয়ে করোনা ভাইরাস পর্বে দেশে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন।