কলকাতা: বিধি নিষেধ কাটিয়ে পথে নামতেই রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ পাঁচিল ভেঙে ফোর্ট উইলিয়ামে ঢুকে পড়ল মিনি বাস৷ আহত হয়েছেন ১২জন বাস যাত্রী৷ আহত যাত্রীদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নামেছে সরকারি বাস, দেখা নেই বেসরকারির, ভোগান্তি যাত্রীদের
ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে এক মোটরবাইক আরোহীকে৷ বাসের তলায় বাইক সহ আটকে পড়েন ওই আরোহী৷ তাঁকে কোনও ভাবেই বার করা সম্ভব হচ্ছিল না৷ বাসের নীচে আটকে পড়া ওই ব্যক্তিকে কী ভাবে বার করা যায়, সেই চেষ্টা শুরু করে পুলিশ কর্মীরা৷ অকুস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ ক্রেনের সাহায্যে বাসটিকে সরানোর কাজ শুরু হয়৷ সাহায্য করতে এগিয়ে আসেন সেনা কর্মীরাও৷ মেটিয়াবুরুজ থেকে হাওড়াগামী মিনিবাসে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনার জেরে মিনি বাসের ভিতরের লন্ডভন্ড বসার সিট৷ বাসটি পুরো দুমড়ে-মুচড়ে গিয়েছে৷
আরও পড়ুন- ফের দিল্লি সফরে শুভেন্দু, রাজনীতির অলিন্দে বাড়ছে জল্পনা
দীর্ঘক্ষণ চেষ্টা চালানোর পর ওই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় বার করে আনা সম্ভব হয়৷ সংজ্ঞাহীন অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ জানা গিয়েছে আহত ১২ জনের অবস্থাও আশঙ্কাজনক৷ ফোর্ট উইলিয়ামের পাঁচিল সম্পূর্ণ ভেঙে পড়েছে৷ এক প্রত্যক্ষদর্শী জানান, ব্রেক ফেল করে বাসটি পাঁচিলে ধাক্কা মারেন৷ ওই বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ উল্লেখ্য বাসের নীচে আটকে থাকা ওই বাইকের গায়ে রয়েছে পুলিশের স্টিকার৷ এদিকে, রেড রোডে একের পর এক ক্রেন আনা হচ্ছে৷ বাসটিকে টেনে সরানোর চেষ্টা চলছে৷ আসছে অ্যাম্বুলেন্স৷ বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে৷