মিলল বড় ইঙ্গিত, কয়েক সপ্তাহের মধ্যেই অনুমোদন পাবে কোভ্যাক্সিন

মিলল বড় ইঙ্গিত, কয়েক সপ্তাহের মধ্যেই অনুমোদন পাবে কোভ্যাক্সিন

নয়াদিল্লি: ভারতের তৈরি দুটি করোনা ভাইরাস ভ্যাকসিনের মধ্যে সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেও ভারতের বায়োটেকের কোভ্যাক্সিন এখনও পর্যন্ত পায়নি। কিন্তু এখন হয়ত আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কারণ অক্টোবর মাসেই কোভ্যাক্সিন অনুমোদন পেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন ইঙ্গিত দিয়েছে খোদ ‘হু’। গত এপ্রিল মাসেই ভারত বায়োটেক কোভ্যাক্সিনের অনুমোদন চেয়ে আবেদন জমা দিয়েছিল। কিন্তু তথ্য ও নথির ঘাটতি থাকায় সে সময় কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার হয়ত সমস্যা সমাধান হতে চলেছে। 

আরও পড়ুন- আমার নামেও নালিশ আছে, নালিশ করুক, ফাঁসি হবে নাকি? খোঁচা মদনের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানান হয়েছে, ২২ অক্টোবর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা। ইতিমধ্যেই ভারত বায়োটেকের পাঠানো নথি মূল্যায়ন করা শুরু হয়েছে। আরও কিছু বিষয় আলোকপাত করা বাকি। সেগুলি বিচার করা হয়ে গেলেই কোভ্যাক্সিন তাদের অনুমোদন পেয়ে যাবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতদিন অনুমোদন না পাওয়ার জন্য এই ভ্যাকসিন যারা নিয়েছিলেন তাদের বিদেশ যাত্রায় সমস্যা হচ্ছে, যা নিয়ে রয়েছে আলাদা চিন্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন। তবে এখন হয়ত এই সমস্যার সমাধান হতে চলেছে। অনুমোদন পেলে বিদেশে এই ভ্যাকসিন রপ্তানি করা যাবে, আবার টিকাপ্রাপ্তদের বিদেশ যাত্রাতেও সুবিধা হবে। 

আরও পড়ুন- উত্তাল দিঘা, নিষেধ অমান্য করেই সমুদ্রে নামলেন পর্যটকরা

কী কী ভ্যাকসিন নেওয়া থাকলে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ছাড়পত্র পাওয়া যাবে তার একটি তালিকা বানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই তালিকার মধ্যে ছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, জনসন এন্ড জনসন এবং সিনোফার্ম ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিনের অনূমোদন ছিল না তাই এই তালিকায় কোভ্যাক্সিন রাখা হয়নি। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এই ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল রিপোর্ট প্রকাশ্যে আসে। জানা যায়, ৭৭ শতাংশ কার্যকর ভারতের তৈরি এই ভ্যাকসিন। করোনা ভাইরাসের ‘ডেল্টা’ প্রজাতির বিরুদ্ধে এই কোভ্যাক্সিন টিকা ৬৫.২ শতাংশ কার্যকরী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *