উত্তাল দিঘা, নিষেধ অমান্য করেই সমুদ্রে নামলেন পর্যটকরা

উত্তাল দিঘা, নিষেধ অমান্য করেই সমুদ্রে নামলেন পর্যটকরা

দিঘা:  দিঘায় উত্তাল সমুদ্র৷ আছড়ে পড়ছে উঁচু ঢেউ৷ নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে নামার হিড়িক৷ পর্যটকদের সরাতে পুলিশ রীতিমতো মাইকিং চালাচ্ছে৷ চলছে নজরদারি৷ তা সত্ত্বেও সাধারণ মানুষ ‘সাগরমুখী’৷ 

আরও পড়ুন- করোনা বিধি-নিষেধের জের, ভবানীপুরে ‘ঘরোয়া’ বৈঠকের প্রস্তুতি তৃণমূলের

উত্তাল ঢেউ দিঘার সমুদ্রে৷ দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর লাগোয়া এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ এদিকে, রবিবারের বহু মানুষ দিঘায় ছুটি কাটাতে এসেছিলেন৷ অনেকে আবার সোমবারও থেকে গিয়েছেন৷ এসেছেন নতুন পর্যটকরাও৷ মেঘলা আকাশে মনোরম পরিবেশে তাঁদের মধ্যে দেখা যাচ্ছে অতিআগ্রহ৷ পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সমুদ্রে নামলেন পর্যটকরা৷  

নিম্নচাপের জেরে দিঘা এবং সংলগ্ন এলাকায় রবিবার রাত থেকেই টানা বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- ভুল প্রশ্ন মামলায় মানিককে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, অবিলম্বে নিয়োগের নির্দেশ

এদিকে পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এদিন সমুদ্রে নামেন পর্যটকরা৷ খবর পেয়েই সমুদ্রের পাড়ে পৌঁছয় নুলিয়া-সহ দিঘা উপকূল থানার পুলিশের টহলদারি গাড়ি৷ শরু হয় মাইকিং৷ উল্লেখ্য, কোভিড বিধি মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দিঘার হোটেল৷ এর জন্য পর্যটকদের দুটি টিকা নিতে হবে, অথবা কোভিট রিপোর্ট নেগেটিভ হতে হবে৷ কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ভিড় বাড়ছে দিঘায়৷ তবে আবহাওয়া খরাপ থাকায় কিছুটা ভিড় কম রয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =