আমার নামেও নালিশ আছে, নালিশ করুক, ফাঁসি হবে নাকি? খোঁচা মদনের

আমার নামেও নালিশ আছে, নালিশ করুক, ফাঁসি হবে নাকি? খোঁচা মদনের

কলকাতা:  ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে বিজেপি৷ তাঁদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে৷ তবে সেই অভিযোগে আমল দিতে নারাজ মদন মিত্র৷ বরং খোস মেজাজে দিদি এবং স্ত্রীকে নিয়ে ভবানীপুরে ভোট দিতে যান কালারফুল মদন মিত্র৷ তাঁর কথায় বিজেপি’র যাবতীয় অভিযোগ ভিত্তিহীন৷ 

আরও পড়ুন- চরম বিক্ষোভের মুখে প্রিয়াঙ্কা, ভবানীপুরে হইচই

এদিন মদন বলেন, ববি হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ হয়েছে৷ আমার নামেও নালিশ হয়েছে৷ নালিশ হতেই পারে৷ নালিশ হলে কী হবে? ফাঁসি হবে? এর পরেই নিজস্ব ভঙ্গীতে তিনি বলেন, ‘‘আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী৷ কিন্তু মমতাকে জেতাতে হবে৷’’ তাঁর কথায়,  এখনও পর্যন্ত ভবানীপুরে একটাও ছাপ্পা ভোট পড়ার খবর নেই৷ এখানে তৃণমূল ছাড়া কিছু নেই৷ তবে ভবানীপুরে সকাল থেকে ভোটের হার অনেকটাই কম৷ এ প্রসঙ্গে মদনের বক্তব্য, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার মানুষ ভোট দিতে যাবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =