কলকাতা: একসঙ্গে অনেকগুলো গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন তিনি এবং অশান্তির বাতাবরণ সৃষ্টি করছেন। এমনই অভিযোগ তুললেন ভবানীপুরের বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, যারা তৃণমূল কর্মী-সমর্থক বলে পরিচিত। তাদের স্পষ্ট বক্তব্য, বিজেপি প্রার্থী এখানে জিততে পারবেন না তাই গন্ডগোল বাঁধাবার চেষ্টা করছেন। একই সঙ্গে তারা আরও অভিযোগ করছেন, এখানে স্থানীয় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বিজেপির তরফে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগকে সামনে রেখেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন সেখানকার সাধারণ মানুষ।
আরও পড়ুন- নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে না তো, সারা দেশ তাকিয়ে ভবানীপুরের দিকে
আসলে ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাপ ছড়িয়েছে এলাকায় কারণ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল শুরু থেকেই শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ থেকে শুরু করে ১৪৪ ধারা ভঙ্গ, কার্যত সব রকম অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে আবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, ভবানীপুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে সাদা পোশাকে পুলিশ। ভোটের দিনেও সরকারের পক্ষপাতিত্ব করছে তারা বলে অভিযোগ করেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্য, তিনি খবর পেয়েছেন যে বড় বড় আবাসনে গিয়ে পুলিশ ভোটারদের হুমকি দিচ্ছে এবং তাদের ভোট দিতে যেতে বারণ করছে। পুলিশ নাকি এও বলছে যে কেউ ভোট দিতে গেলে তাদের চাকরি চলে যাবে।