কলকাতা: একুশের ভোটে তৃণমূল-বিজেপি দ্বৈরথে অনেকেই মনে করছিলেন অন্যতম ফ্যাক্টর হয়ে উঠতে পারে তৃতীয় শক্তি৷ কিন্তু কার্যত এবারও বঙ্গজুড়ে সবুজ ঝড়৷ এখনও পর্যন্ত ১০০-র গন্ডি টপকাতে পারেনি বিজেপি৷ তৃণমূল এগিয়ে গিয়েছে ২০৬টি আসনে৷ অন্যদিকে, সংযক্ত মোর্চা এগিয়ে মাত্র একটি আসনে৷ এমনকী প্রার্থী তালিকায় চমক দিয়েও ভরাডুবি সংযুক্ত মোর্চার৷
আরও পড়ুন- সাংসদ থেকে বিধায়কের দৌড়ে পিছিয়ে যে সকল BJP প্রার্থী
উল্লেখজনক ভাবে শিলিগুড়িয়ে পিছিয়ে পড়েছেন অশোক ভট্টাচার্য৷ রায়দিঘিতে পিছিয়ে কান্তি গাঙ্গুলি৷ যাদবপুরে পিছিয়ে সুজন চক্রবর্তী৷ কোনও ছাপ ফেলতে পারেনি বামেদে’র তরুণ ব্রিগেড৷ পিছিয়ে পড়েছেন ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়৷ একের পর এক বুথ ফেরত সমীক্ষায় ধরাশায়ী হয়েছিল সংযুক্ত মোর্চা। সেই ছবি কার্যত স্পষ্ট হয়ে উঠল৷ বেলা যত গড়াচ্ছে ততই আবছা হচ্ছে বাম জোট৷ এমনকী বামেদের একমাত্র তারকা প্রার্থী দেবদূত ঘোষও পিছিয় রয়েছেন৷ বাংলা-বাঙালি আবেগে ভর দিয়ে এবারও জয়ের পথে তৃণমূল৷