সাংসদ থেকে বিধায়কের দৌড়ে পিছিয়ে যে সকল BJP প্রার্থীরা

সাংসদ থেকে বিধায়কের দৌড়ে পিছিয়ে যে সকল BJP প্রার্থীরা

a1086a3ef19900551de9c8d960d7e6ac

কলকাতা: একুশের ভোটে নীলবাড়ি দখলের লড়াইয়ে বিজেপি’র সৈনিক হয়ে ময়দানে নেমেছিলেন একাধিক সাংসদ৷ এক তালিকায় রয়েছেন আসানসোনের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ রয়েছেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ উল্লখযোগ্য ভাবে গণনার শুরুতে এগিয়েছিলেন তাঁরা দু’জনেই৷ কিন্তু ক্রমশ পিছিয়ে পড়েন দুই প্রার্থীই৷ 

আরও পড়ুন- পিছিয়ে বিজেপি’র একাধিক তারকা প্রার্থী, তালিকায় বাবুল, শ্রাবন্তী, লকেট, যশ ও রুদ্র

বিশাল ব্যবধানে টালিগঞ্জ কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বাবুল সুপ্রিয়৷ এই কেন্দ্রে এগিয়ে গিয়েছেন অরূপ বিশ্বাস৷ অন্যদিকে, চুঁচুড়ায় পিছিয়ে পড়েছেন লকেট চট্টোপাধ্যায়৷ এই কেন্দ্রে আপাতত লিড করছেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার৷ আরও এক প্রাক্তন সাংসদকে একুশের বিধানসভায় প্রার্থী করা হয়েছে৷ তিনি হলেন স্বপন দাশগুপ্ত৷ তারকেশ্বর থেকে প্রার্থী হয়েছেন তিনি৷ কিন্তু এখনও পর্যন্ত সুজাতা মণ্ডলের থেকে অনেকটাই পিছনে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ৷ 

অন্যদিকে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক দাঁড়িয়েছেন দিনহাটা কেন্দ্র থেকে। সেখানে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। লোকসভা ভোটে লড়ই করা দেবজিৎ সরকার ও রন্তিদেব সেনগুপ্তকেও প্রার্থী করেছিল বিজেপি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *