প্রার্থী তালিকায় চমক দিয়েও ভরডুবির পথে সংযুক্ত মোর্চা

প্রার্থী তালিকায় চমক দিয়েও ভরডুবির পথে সংযুক্ত মোর্চা

কলকাতা: একুশের ভোটে তৃণমূল-বিজেপি দ্বৈরথে অনেকেই মনে করছিলেন অন্যতম ফ্যাক্টর হয়ে উঠতে পারে তৃতীয় শক্তি৷ কিন্তু কার্যত এবারও বঙ্গজুড়ে সবুজ ঝড়৷ এখনও পর্যন্ত ১০০-র গন্ডি টপকাতে পারেনি বিজেপি৷ তৃণমূল এগিয়ে গিয়েছে ২০৬টি আসনে৷ অন্যদিকে, সংযক্ত মোর্চা এগিয়ে মাত্র একটি আসনে৷ এমনকী প্রার্থী তালিকায় চমক দিয়েও ভরাডুবি সংযুক্ত মোর্চার৷ 

আরও পড়ুন- সাংসদ থেকে বিধায়কের দৌড়ে পিছিয়ে যে সকল BJP প্রার্থী

উল্লেখজনক ভাবে শিলিগুড়িয়ে পিছিয়ে পড়েছেন অশোক ভট্টাচার্য৷ রায়দিঘিতে পিছিয়ে কান্তি গাঙ্গুলি৷ যাদবপুরে পিছিয়ে সুজন চক্রবর্তী৷ কোনও ছাপ ফেলতে পারেনি বামেদে’র তরুণ ব্রিগেড৷ পিছিয়ে পড়েছেন ঐশী ঘোষ, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়৷ একের পর এক বুথ ফেরত সমীক্ষায় ধরাশায়ী হয়েছিল সংযুক্ত মোর্চা। সেই ছবি কার্যত স্পষ্ট হয়ে উঠল৷ বেলা যত গড়াচ্ছে ততই আবছা হচ্ছে বাম জোট৷ এমনকী বামেদের একমাত্র তারকা প্রার্থী দেবদূত ঘোষও পিছিয় রয়েছেন৷ বাংলা-বাঙালি আবেগে ভর দিয়ে এবারও জয়ের পথে তৃণমূল৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =

পিছিয়ে বিজেপি’র একাধিক তারকা প্রার্থী, তালিকায় বাবুল, শ্রাবন্তী, লকেট, যশ ও রুদ্র

পিছিয়ে বিজেপি’র একাধিক তারকা প্রার্থী, তালিকায় বাবুল, শ্রাবন্তী, লকেট, যশ ও রুদ্র

কলকাতা: বেলা যত বাড়ছে ততই বাড়ছে ব্যবধানের খেলা৷ কখনও এগিয়ে তৃণমূল তো কখনও বিজেপি৷ তবে এই মুহূর্তে পিছিয়ে পড়েছে বিজেপি’র বেশ কয়েকজন তারকা প্রার্থী৷ এর মধ্যে প্রথমেই বলতে হয় বিজেপি সাংসদ- মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথা৷ টালিগঞ্জ কেন্দ্রে আপাতত পিছিয়ে পড়েছেন তিনি৷ প্রায় সাড়ে ১২ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূলের অরূপ বিশ্বাস৷ 

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি’র মেরুকরণের রাজনীতিতে ব্যাকফুটে মোর্চা

এদিকে চুঁচুড়ায় পিছিয়ে পড়েছেন লকেট চট্টোপাধ্যায়৷ চণ্ডীপুরে পিছিয়ে পড়েছেন বিজেপি’র তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। পিছিয়ে রয়েছেন আরও এক তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ পিছিয়ে পড়েছেন রুদ্রনীল ঘোষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − eight =

তৃণমূল-বিজেপি’র মেরুকরণের রাজনীতিতে ব্যাকফুটে মোর্চা

তৃণমূল-বিজেপি’র মেরুকরণের রাজনীতিতে ব্যাকফুটে মোর্চা

কলকাতা:  প্রায় আড়াই ঘণ্টা হতে চলল শুরু হয়েছে ভোট গণনা৷ পোস্টাল ব্যালটের গণনা প্রায় শেষ৷ শুরু হয়েছে ইভিএম-এর কাউন্টিং৷ কিন্তু তৃণমূল-বিজেপি’র মেরুকরণে এখনও দাঁত ফোটাতে পারল না সংযুক্ত মোর্চা৷ প্রাথমিক গণনাতে যে প্রবণতা ফুটে উঠেছে, তাতে মনে করা হচ্ছে বিজেপি ও তৃণমূল যে ভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নিয়ে প্রচার চালিয়েছিল, তার সুফল এই দুটি দলই ঘরে তুলতে পারবে। 

আরও পড়ুন- আপাতত তৃণমূলের ভোট শতাংশ ৫০! প্রাথমিক ট্রেন্ডে সুবিধাজনক জায়গায় ঘাসফুল

প্রতিটি আসনেই অনেকটা করেই পিছিয়ে পড়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীরা৷ যে মেহনতি মানুষের রুজি রুটির কথা বলে ভোটে নেমেছিল মোর্চা, সেই ইস্যু কার্যত ব্যর্থ৷ ২০১১ সালের বিপর্যের মধ্যেও পোস্টাল ব্যালটে আধিপত্য দেখাতে পেরেছিস বামপন্থীরা৷ কিন্তু এবার কোনও দিক থেকেই মাথা তুলে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না সংযুক্ত মোর্চা শিবিরে৷ এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে থাকলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি৷ ফলে যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে ছবি৷ তবে সেই ছবিতে আপাতত কোনও ভূমিকা দেখা যাচ্ছে না সংযুক্ত মোর্চার৷ এবার বিধানসভা ভোটের পর প্রধান বিরোধী দলের তকমাও হয়তো থাকবে না বামেদের কাছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − two =

এগিয়ে গেলেন কাঞ্চন, ভারতী, বৈশালী, পিছিয়ে অঞ্জনা, শমীক

এগিয়ে গেলেন কাঞ্চন, ভারতী, বৈশালী, পিছিয়ে অঞ্জনা, শমীক

কলকাতা:  দিনের সবে শুরু৷ সবে ট্রেলার বলা যেতে পারে৷ বাকি রয়েছে পুরো ছবিটা৷ তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে তৃণমূল এগিয়ে ১১৬টি কেন্দ্রে৷ বিজেপি এগিয়ে ৮৬টি আসনে৷  

আরও পড়ুন – শুভেন্দু ২ রাউন্ডে ৩, ৪৬০-র লিড! অশোক ভট্টাচার্য তৃতীয় স্থানে, পিছিয়ে সুজন

এদিকে, উত্তরপাড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক৷ ডেবরায় এগিয়ে গিয়েছেন প্রাক্তন আইনপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী ভারতীয় ঘোষ৷ এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী আরও এক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ বালিতে এগিয়ে গিয়েছেন বৈশালী ডালমিয়া৷ আবার আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ সপ্তগ্রামে এগিয়ে তপন দাশগুপ্ত৷ তবে সংযুক্ত মোর্চার প্রতিষ্ঠিত মুখরা এখনও পিছিয়ে রয়েছে৷ পিছিয়ে গিয়েছেন বিজেপি’র অঞ্জনা বসু৷ পিছিয়ে শমীক ভট্টাচার্য৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =