৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে শুভেন্দু! মমতার ‘খেলা’ কি শেষ?

৮,০০০-এর বেশি ভোটে এগিয়ে শুভেন্দু! মমতার ‘খেলা’ কি শেষ?

0bb9e908853f2b2a2a7477cfef6a5287

কলকাতা: প্রাথমিক ভাবে জা বোঝা যাচ্ছে তাতে নন্দীগ্রামে আপাতত ভাল জায়গায় রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত যা ফল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ৮,২০১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে গননা শেষেও আশ্চর্যজনকভাবে পিছিয়ে রয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  (প্রতিবেদন ছাড়ার সময় অনুযায়ী)। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে তিনি কমপক্ষে হাফ লক্ষ ভোটে হারবেন। সেই প্রেক্ষিতে আপাতত ভোট গণনার যা হল তাতে নিজের মত সুবিধাজনক জায়গায় রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে হলফ করে বলা যায়, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসার কোনো জায়গাই আসেনি।

এদিকে, হাওড়া ডোমজুড় কেন্দ্রে তারই একসময়ের সহকারী বর্তমানের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। শিলিগুড়ি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সমর্থিত বাম প্রার্থী অশোক ভট্টাচার্য্য। দক্ষিণ ২৪ পরগনার বাম দুর্গ যাদবপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন শালবনী কেন্দ্রের ডাকাবুকো বামনেতা সুশান্ত ঘোষও। কামারহাটি কেন্দ্র পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শুভেন্দু ২ রাউন্ডে ৩, ৪৬০-র লিড! অশোক ভট্টাচার্য তৃতীয় স্থানে, পিছিয়ে সুজন

শুভেন্দু ২ রাউন্ডে ৩, ৪৬০-র লিড! অশোক ভট্টাচার্য তৃতীয় স্থানে, পিছিয়ে সুজন

5901883c1785ee5a2aae5461ac786234

কলকাতা: হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, ১৭ রাউন্ডের মধ্যে ২ রাউন্ডে ৩,৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে শিলিগুড়িতে প্রথম স্থান তো দূর, তৃতীয় স্থানে চলে গিয়েছেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। অন্যদিকে যাদবপুরে পিছিয়ে রয়েছেন অন্য এক বাম প্রার্থী সুজন চক্রবর্তী। অন্যদিকে, কলকাতা বন্দরে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম৷ সোনারপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র৷ টালিগঞ্জে এগিয়ে বিজেপি’র বাবুল সুপ্রিয়, পিছিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস৷ শিবপুরে এগিয়ে মনোজ তিওয়ারি৷ বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়৷ সকাল থেকে এগিয়ে থাকলেও চুঁচুড়ায় পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷  এছাড়াও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি। ইটাহার, করণদিঘি, হেমতাবাদ, গোয়ালপোখর এবং চোপড়ায় এগিয়ে তৃণমূল।

যদিও এই মুহূর্তের গণনা ‘হিমশৈলের চূড়া’! তাই এখন থেকে ট্রেন্ড ধরে নেওয়া প্রচন্ড জটিল। কারণ, এখনো অনেক রাস্তা বাকি আছে ফলাফলে পৌঁছাতে। নন্দীগ্রামে প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও এখনও দুটি ব্লকের তিন শতাধিক বুথের ইভিএম গণনা বাকি। একই রকম ঘটনা ডোমজুড় এবং সিঙ্গুরেও। তাই ফলাফল যে যে কোনও মুহূর্তে পরিবর্তিত হতে পারে তাতে কোনো সন্দেহ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *