কলকাতা: প্রাথমিক ভাবে জা বোঝা যাচ্ছে তাতে নন্দীগ্রামে আপাতত ভাল জায়গায় রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত যা ফল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ৮,২০১ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ডে গননা শেষেও আশ্চর্যজনকভাবে পিছিয়ে রয়েছেন নন্দীগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। (প্রতিবেদন ছাড়ার সময় অনুযায়ী)। প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে তিনি কমপক্ষে হাফ লক্ষ ভোটে হারবেন। সেই প্রেক্ষিতে আপাতত ভোট গণনার যা হল তাতে নিজের মত সুবিধাজনক জায়গায় রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে হলফ করে বলা যায়, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসার কোনো জায়গাই আসেনি।
এদিকে, হাওড়া ডোমজুড় কেন্দ্রে তারই একসময়ের সহকারী বর্তমানের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। শিলিগুড়ি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার সমর্থিত বাম প্রার্থী অশোক ভট্টাচার্য্য। দক্ষিণ ২৪ পরগনার বাম দুর্গ যাদবপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন শালবনী কেন্দ্রের ডাকাবুকো বামনেতা সুশান্ত ঘোষও। কামারহাটি কেন্দ্র পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।