কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার জের৷ কোচবিহারের দিনহাটায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায় উদয়ন গুহ৷ হামলার অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে৷ মারধরের জেরে ভাঙল তাঁর ডান হাত৷ চোট লেগেছে তাঁর বুকে ও পিঠে৷ পাশাপাশি মাথা ফেটে গিয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষীর৷
আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলা, রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে মমতা, তোপ জাভড়েকরের
প্রসঙ্গত, ভোটের আগেও একাধিকবার হামলার মুখে পড়তে হয়েছিল উদয়ন গুহকে৷ দিনাহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর তাঁর বাড়িতে দফায় দফায় হামলা হয়৷ এমনকী তাঁর বাড়ির সামনে বোমাবাজিও করা হয়৷ ভাঙচুর চালানো হয় তাঁর দলীয় কার্যালয় সুভাষ ভবনে৷ বৃহস্পতিবার দিনহাটা বয়েজ ক্লাবের সামনে ফের হামলা চালানো হয় তাঁর উপর৷ চোট পান হাতে৷ তড়িঘড়ি তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় বিজেপি’তেই দুষেছেন তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে বিজেপি’র দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা৷
রাজ্যে ভোচ পর্ব মিটে গেলেও অশান্তি থামার নাম নেই৷ বিভিন্ন প্রান্ত থেকে দফায় দফায় অশান্তির খবর মিলেছে৷ অন্যদিকে, আজ মেদিনীপুরের পাঁচখুড়ি গ্রামে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের গাড়িতে হামলার ঘটনা ঘটে৷ কনভয় লক্ষ্য করে চলে ইটবৃষ্টি৷ হামলা করা হয় বিজেপি নেতা রাহুল সিনহার গাড়িতেও৷ জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার খবর পেয়েই এদিন গ্রামে যান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ও রাহুল সিনহা৷ ফেরার পথে তাঁদের কনভয়ের উপর হামলা চালানো হয়৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে৷
আরও পড়ুন- হিংসায় মৃতদের পরিবারকে অর্থ সাহায্য ঘোষণা মমতার, কেন্দ্রকে নিলেন একহাত
আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে আজ রামপুরহাটের তিলাই গ্রামে ধুন্ধুমার কাণ্ড বাঁধে৷ সংঘর্ষে জখম হন দু’পক্ষের কম করে ১০ জন৷ বিজেপি’র দাবি, তাঁদের সমর্থকদের গ্রাম থেকে বেরতে দিচ্ছে না তৃণমূল৷ প্রতিবাদ করতেই সংঘর্ষের সূত্রপাত৷