মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়েই আজ মনোনয়ন পত্র জমা দেবেন যশ

মা চণ্ডীর মন্দিরে পুজো দিয়েই আজ মনোনয়ন পত্র জমা দেবেন যশ

কলকাতা: একুশের ভোটে বঙ্গ ভোটে তারকার মেলা৷ ভোটের মুখে একের পর এক সেলিব্রিটি পা রেখেছেন  রাজনীতির ময়দানে৷ সেই জোয়ারে গা ভাসিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা যশ দাসগুপ্ত৷ এবারের ভোটে বিজেপি’র টিকিটে হুগলীর চণ্ডীতলা কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি৷ 

আরও পড়ুন-  মুকুল রায়কে হেভিওয়েট প্রার্থী মনে করি না! ‘যুদ্ধ’ শুরু কৌশানীর

প্রার্থী হয়ে আবেগতাড়িত যশ৷ প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পরই তিনি বলেছিলেন, ‘‘এতদন আপনারা আমায় ভালোবেসেছিলেন অভিনেতা হিসাবে৷ এবার আপনাদের মধ্যে আসছি আপনাদেরই ছেলে হয়ে৷’’ আজ শ্রীরামপুরে এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি৷ তাঁর আগে সাড়ে দশটা নাগাদ চণ্ডীতলায় মা চণ্ডীর মন্দিরে পুজো দেবেন যশ৷ মায়ের পুজো সেরেই পেশ করবেন মনোনয়ন৷ প্রচারে নেমেও সবার আগে তিনি ছুটে গিয়েছিলেন মা চণ্ডীর মন্দিরে৷ মায়ের আশীর্বাদ নিয়েই সারাদিন ধরে প্রচার করেছিলেন নিজের কেন্দ্রে৷ এখন এক মিনিটও বসার ফুরসত নেই তাঁর৷ সারা দিন ধরে ছুটতে হচ্ছে রাজনীতির কাজে৷ মানুষের কাছে পৌঁছতে কোনও কসুরই রাখছেন না তিনি৷ তাঁর কথায়, সেলিব্রিটি মানেই ভোটের পর চলে যাওয়া নয়৷ প্রয়োজন হলেই তাঁকে পাশে পাবেন মানুষ৷   

আরও পড়ুন- ‘ছেঁড়া জিনস’ ইস্যুর আবহেই মেয়েদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের

এবার ভোটে কার দখলে থাকবে বাংলা? তা নিয়ে শুরু হয়েছে জোড় লড়াই৷ বঙ্গ রাজনীতির আঙিনায় উত্তাপ বাড়িয়ে চলছে ‘খেলা হবে’ স্লোগান৷ চলছে আক্রমণ পাল্টা আক্রমণ৷ বাড়ছে ঝাঁঝ৷ তাঁরই মধ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন তারকা প্রার্থীরাও৷ এবার বিজেপি’র প্রার্থী তালিকায় রয়েছে গুচ্ছ তারকা৷ রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, অঞ্জনা বসু, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারীর মতো টলিউডের জনপ্রিয় তারকারা৷ তবে পিছিয়ে নেই তৃণমূলও৷ তাঁদের তালিকা প্রার্থীর তালিকাও বেশ লম্বা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =