‘ছেঁড়া জিনস’ ইস্যুর আবহেই মেয়েদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের

‘ছেঁড়া জিনস’ ইস্যুর আবহেই মেয়েদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য চিরঞ্জিতের

কলকাতা: মহিলাদের ছেঁড়া জিন্স পরা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তিনি জানিয়েছেন, ছেঁড়া জিন্স পড়া রীতিমতো আপত্তিজনক এবং এটি খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে এখন তোলপাড় দেশ। এরই মধ্যে ফের একবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বারাসতের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ছোট পোশাক এবং নির্দিষ্ট পোশাক পরার জায়গা কোনটা সে ব্যাপারে মন্তব্য করেছেন তিনি।

চিরঞ্জিত বলেন, তিনি আগেও যা বলেছেন এখনো একই কথা বলবেন। সব জায়গায় পোষাক পরার একটা বাধ্যবাধকতা থাকে। ভিড় ট্রেনে মহিলারা যে পোশাক পরবেন, ডিস্কোতে গিয়ে সেই পোশাক পরবেন না। আবার কোন শ্রাদ্ধ বাড়িতে পোশাকের একটা ভিন্নতা থাকে। এদিকে ছোট পোশাক পড়া দিয়ে মহিলাদের যেভাবে কটুক্তি করা হয় সেই প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনার জন্য এটাও অন্যতম একটা কারণ। দশটা কারকের মধ্যে একটা কারণে পোশাক, এটা হতেই পারে। আর কয়েকদিন বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শুরু হয়ে যাবে। তার আগে মহিলাদের পোশাক নিয়ে এ ধরনের মন্তব্য করে কি দলের অস্বস্তি বাড়ালেন চিরঞ্জিত? অভিনেতা তথা প্রার্থী অবশ্য এটা মনে করেন না। তিনি বলছেন, এতে বিতর্কের কিছু নেই। 

আরও পড়ুন- ষড়যন্ত্র না দুর্ঘটনা? নন্দীগ্রামকাণ্ডে জমা পড়ল না যৌথ কমিটির রিপোর্ট

প্রসঙ্গত, শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেরাদুনে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে বিতর্কিত মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মূল্যবোধ এবং পশ্চিমী সভ্যতার প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তিনি। তারপর থেকেই দেশজুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। এই ইস্যুতে ইতিমধ্যেই মহিলা সমাজকর্মী থেকে শুরু করে তাবড় সেলেব্রেটিরা আসরে নেমে পড়েছেন এবং একে একে কটাক্ষ করছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =