কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করছে! ভুরিভুরি অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করছে! ভুরিভুরি অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব ইতিমধ্যেই মিটেছে। এই দুই পর্বে বিক্ষিপ্তভাবে একাধিক অশান্তির ঘটনা সামনে এসেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে। যদিও সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ জানাতে এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। প্রথম দু’দফার নির্বাচন নিয়ে একাধিক অভিযোগের ব্যাপারে এদিন নির্বাচন কমিশনে হাজির হন তাঁরা।

এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রথম দফার নির্বাচনের যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে অসংখ্য অভিযোগ পেয়েছেন তাঁরা। সাধারণ মানুষের মূল অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করছে। বিজেপির হয়ে ভোট দিতে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তরফে। যদিও তৃণমূল জানিয়েছে, কমিশনে একাধিক অভিযোগ জানিয়েও আপাতত কোনো ফল মেলেনি। তাই আজ একবার ফের নির্বাচন কমিশনে এসে এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে এই দুই দফার নির্বাচনের ঠিক কোন কোন বুথে সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে, তার তালিকাও নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে তাদের তরফে।

আরও পড়ুন- দীপক হালদারের উপর হামলা, বিজেপি’র বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ডহারহার

এদিকে বিজেপি দাবি করেছে যে প্রথম দুই দফার ভোটে তারা কমপক্ষে ৫৬ টি আসন পেতে চলেছে! সেই বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় জানান, বিজেপির নেতারা রাজনীতি ছেড়ে দিয়ে জ্যোতিষ হয়ে যেতে পারেন। রাজনীতি করার কোন দরকার নেই, তারা হাত গুনুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =

বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা! কমিশনে নালিশ তৃণমূলের

বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা! কমিশনে নালিশ তৃণমূলের

কলকাতা: আর মাত্র তিন দিনের অপেক্ষা, তারপর এই রাজ্যে শুরু বিধানসভা নির্বাচনের ভোট দান পর্ব। ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগরম চূড়ান্ত ভাবে। এবার ভোট উত্তাপের পারদ আরো বাড়াল তৃণমূল কংগ্রেস কারণ নির্বাচন কমিশনে একাধিক নালিশ জানিয়েছে তারা। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েনের বিরোধিতা করেছে ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ভারতীয় জনতা পার্টি শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের মধ্যে অন্যতম মূল অভিযোগ হল, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েন করা হচ্ছে এই রাজ্যে এবং তৃণমূল প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে। এই প্রেক্ষিতে তারা অভিযোগ করছে, পরিকল্পিতভাবে তৃণমূল নেতা এবং প্রার্থীদের হেনস্তা করছে কেন্দ্রীয় এজেন্সি! এদিকে একই অভিযোগ থাকা বিজেপি নেতাদের তলব করছে না তারা। কেন তাদেরও তলব করা হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। একইসঙ্গে অভিযোগ করা হচ্ছে, ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসে সরকারি সুবিধা নিচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মোতায়েন করা হচ্ছে একাধিক জায়গায়। 

আরও পড়ুন-  মমতাকে ব্ল্যাকমেইল করেছেন অনুব্রত! দাবি ফিরহাদের, ভিডিও ভাইরাল

তৃণমূল কংগ্রেসের যুক্তি, বাংলায় নির্বাচনী প্রচারের জন্য বিজেপির তারকা প্রচারক হিসেবে নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এদিকে নির্বাচনে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে রাজ্যে মোতায়েন করা হচ্ছে। এই বিষয়ে কোন ভাবেই মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস শিবির। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তারা অভিযোগ জানিয়েছে এবং এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এর পাশাপাশি বিজেপি নেতারা রাজ্যে ভোট প্রচারে এসেছে সরকারি সুবিধা নিচ্ছেন সেটাও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =