ডায়মন্ডহারবার: আজ ডায়মন্ডহারবারে রোড শো রয়েছে তৃণণূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর রোড শো’র ঠিক আগে বিজেপি প্রার্থী দীপক হালদারের উপর আক্রমণের ঘটনায় উত্তপ্ত ডায়মন্ডহারবার৷ এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি৷ অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাঁদের পাল্টা দাবি, এটা গোষ্ঠী কোন্দলের ফল৷
আরও পড়ুন- অভিষেকের রোড শোর আগে আক্রান্ত বিজেপি প্রার্থী দীপক হালদার, আবস্থা আশঙ্কাজনক
এদিকে, এই ঘটনার প্রতিবাদে বিজেপি ডায়মন্ডহারবার হাসপাতালের সামনে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে৷ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ৷ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে৷ কিন্তু তারা অবরোধ তুলতে না চাইলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে৷ এমনকী পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তিও শুরু হয়৷ আন্দোলনকারীদের হঠাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ ১১৭ নম্বর জাতীয় সড়ক মুক্ত করতে চলছে পুলিশের লাঠিচার্জ৷
এদিকে বিক্ষোভকারীদের দাবি, দীপক হালদারের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ এই ঘটনায় এলাকায় তুলুম উত্তেজনা ছড়িয়েছে৷ বিজেপি’র অভিযোগ, তাদের প্রচারে পরিকল্পনা করে বাধা দেওয়ার চেষ্টা চলছে৷ সে কারণেই বিজেপি প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে৷ তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী থাকার পরেও হামলা চলেছে৷ মেয়েদের দিয়ে হামলা কারানো হয়েছে৷ প্রতিবাদে পুলিশকে ঘিরেও এদিন বিক্ষোভ দেখানো হয়৷
আরও পড়ুন- ২০২৪-এ বারাণসীতে কি মোদী-মমতার মেগাফাইট? তৃণমূলের টুইট ঘিরে জল্পনা
এক বিজেপি কর্মী জানান, তাদের লাঠি, রড দিয়ে মারা হয়েছে৷ বিজেপি’র অভিযোগ হামলাকারীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন৷ প্রথমে হাসপাতাল চত্বরেও বিক্ষোভ দেখায় বিজেপি’র কর্মী সমর্থকরা৷ পরে অবরোধ করা হয় জাতীয় সড়ক৷ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷ কিন্তু পুলিশের আশ্বাসেও তারা বিক্ষোভ চালিয়ে যায়৷ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হলে গোটা দক্ষিণ ২৪ পরগণার লাইফ লাইন স্তব্ধ হয়ে যায়৷ যার জেরে এই রাস্তা খালি করার জন্য চাপ ছিল পুলিশের উপরেও৷