ময়নার বুথে ঢুকতেই দেওয়া হল না তৃণমূলের পোলিং এজেন্টকে, বাধা প্রার্থীকে, উত্তেজনা তুঙ্গে

ময়নার বুথে ঢুকতেই দেওয়া হল না তৃণমূলের পোলিং এজেন্টকে, বাধা প্রার্থীকে, উত্তেজনা তুঙ্গে

ময়না:  দ্বিতীয় দফার ভোট শুরু হতেই আসতে শুরু করেছে বিক্ষিপ্ত হিংসার খবর৷ ময়না কেন্দ্রে বুথে ঢুকত দেওয়া হল না তৃণমূলের পোলিং এজেন্টকে৷ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুই নিজে বিষয়টি খতিয়ে দেখতে গেলে তাঁকেও বাধা দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে৷  

আরও পড়ুন- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা সবং-এ, একের পর এক বাইক ভাঙচুর, বোমাবাজি

অভিযোগ,   ২৪৪ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতেই দেওয়া হল না৷ সেখানে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ এই খবর পেয়েই ওই বুথে পৌঁছান সংগ্রাম দলুই৷ কিন্তু তাঁকেও সেখানে ঢুকতে দেওয়া হল না৷ উপরন্তু তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয় বলেও অভিযোগ৷ বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তৃণণূল প্রার্থী৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে৷ 

আরও পড়ুন- পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে খুন! দ্বিতীয় দফার ভোটে শুরু হিংসা

যদিও এই এলাকাটি সংঘর্ষপ্রবণ বলেই চিহ্নিত৷ সে কারণে বিপুল সংখ্যক বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে৷ তা সত্ত্বেও এই ঘটনা ভোটারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছে৷ যদি ও জানা গিয়েছে, অত্যন্ত তৎপরতার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি মোকাবিলা করছেন৷ তবে কেন তৃণমূলের বুথ এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা৷  অন্যদিকে, শুভেন্দু অধিকারীর দাবি নন্দীগ্রামের ৮০টি বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস৷  

এদিকে আজ সকাল থেকেই এই কেন্দ্রে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন৷ কিন্তু ময়নার বাকসা এলাকায় বুথগুলিতে বিজেপি এবং একজন নির্দল ছাড়া কোনও এজেন্ট নেই৷ সকাল থেকেই অভিযোগ আসছিল এখানে তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হয়নি৷ এবং বুথের ১০০ মিটারের মধ্যে জামায়েতের যে নিষেধাজ্ঞা থাকে সেটাও মানা হচ্ছে না৷ ভোট কেন্দ্রের পাশেই রয়েছে জমায়েত৷ যদিও কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *