পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে খুন! দ্বিতীয় দফার ভোটে শুরু হিংসা

পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে খুন! দ্বিতীয় দফার ভোটে শুরু হিংসা

 

কেশপুর: দ্বিতীয় দফায় শুরুতেই হিংসা৷ কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ তৃণমূলের পার্টি অফিসের ঢুকিয়ে কোপাতে কোপাতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ নিশংসভাবে ওই তৃণমূল কর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের৷ গোটা ঘটনায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে৷

অভিযোগ, কেশপুরের দাসপুরে তৃণমূল কর্মী উত্তম দোলইকে নৃশংসভাবে খুন করা হয়৷ অভিযোগের তীর প্রতিবেশী বিজেপি নেতার বিরুদ্ধে৷ পরিবারের অভিযোগ, গতকাল রাত দশটার সময় তিনি স্থানীয় পার্টি অফিসে ছিলেন৷ চলছিল খাওয়া-দাওয়ার আয়োজন৷ করা হয়েছিল রান্না৷ ওই সময়ে পার্টি অফিসের মধ্যে ঢুকে পড়ে ৩০ থেকে ৩৫ জনের একটি দুষ্কৃতীদল৷ তাঁকে টেনে হিঁচড়ে পার্টি অফিস থেকে  নিয়ে আসা হয় বলে অভিযোগ৷ বাড়ি থেকে ৫০ মিটারের মধ্যে ওই তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে৷ বিজেপির বিরুদ্ধে মৃত তৃণমূল কর্মীর পরিবার অভিযোগ তুললেও এখনও গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + four =