সবং: দ্বিতীয় দফার ভোটে উত্তেজনা সবং কেন্দ্রে৷ এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি’র মধ্যে সংঘর্ষের খবর মিলেছে৷ গতকাল রাত থেকেই উত্তেজনা রয়েছে সবং-এ৷ এখানে বিজেপি’র একের পর এক বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সবং৷ এই কেন্দ্রে প্রাক্তন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী৷ অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপি’র হয়ে ভোটে দাঁড়িয়েছেন অমূল্য মাইতি৷ গতকাল রাত থেকেই এখানে গন্ডোগোল শুরু হয়৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলে বোমাবাজি করেছে তৃণমূলের কর্মীরা৷ বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে৷ ভাঙচুর করা হয় তাঁদের বাইক৷ ভাঙা বাইকগুলি সবং থানার সামনে রাখা হয়েছে৷ যে বাইকগুলি ভেঙে চুড়মার করে দেওয়া হয়েছে৷ কিন্তু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ উল্টে বিজেপি’র চার কর্মীকেই আটক করেছে পুলিশ৷ এর পরেই ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী অমূল্য মাইতি৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি৷
আরও পড়ুন- সাক সকালে বাইকে চেপে ভোট কেন্দ্রে শুভেন্দু, বললেন, নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক
অমূল্য মাইতি বলেন, বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের কর্মীরা যখন রাউন্ডে গিয়েছিল, তখন তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়৷ বিশেষ করে অজিত মন্ডল নামে এক কর্মীকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল৷ কিন্তু বোমাটা তাঁর মোটরসাইকেলের পিছনে লাগে৷ তাই অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান৷ আমাদের সাত-আটটা মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে৷ অথচ আমাদের কর্মীদের হাতের কাছে পেয়েই চারজনকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ৷ এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে৷
তবে গোটা ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া৷ তাঁর দাবি, সেখানে তৃণমূলের ক্যাম্প অফিসে গিয়ে ভাঙচুর চালানোর চেষ্টা করেছিল বিজেপি৷ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী অল্পস্বল্প আহতও হয়েছেন৷ কার্যত গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷