অক্সিজেন সরবরাহের উপর নজর রাখতে ১২ সদস্যের টাস্ক ফোর্স গড়ল সুপ্রিম কোর্ট

অক্সিজেন সরবরাহের উপর নজর রাখতে ১২ সদস্যের টাস্ক ফোর্স গড়ল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি:  অত্যন্ত উদ্বেগজনক দেশের করোনা পরিস্থিতি৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা অবস্থা৷ ক্রমশ ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো৷ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ওষুধের সঙ্কট৷ অক্সিজেনের হাহাকার৷ অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢেলে পড়ছেন বহু রোগী৷ এই সঙ্কটজনক পরিস্থিতি মোকাবিলায় এবার এগিয়ে এল সুপ্রিম কোর্ট৷ সমগ্র দেশে অক্সিজেনের লভ্যতা ও সরবরাহ ঠিক করতে ১২ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল শীর্ষ আদালত৷ 

আরও পড়ুন- মাত্র ২১ বছরেই গ্রামসভায় প্রধান পদে নির্বাচিত এই তরুণী!

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয়৷ অক্সিজেনের পাশাপাশি কোভিডের জন্য প্রয়োজনীয় ওষুধের যোগানের বিষয়টিও নিশ্চিত করবে এই টাস্ক ফোর্স৷ বাংলা থেকে এই টাস্ক ফোর্সে থাকবেন, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডাঃ ভবতোষ বিশ্বাস৷ এছাড়াও থাকবেন ডাঃ দেবী প্রসাদ শেট্টি, স্বাস্থ্য মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় মন্ত্রকের ক্যাবিনেট সচিব৷ আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে টাস্ক ফোর্স৷ এই দলের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন বিচারপতিরা৷ প্রাথমিক ভাবে ছয় মাসের জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ 

টাস্ক ফোর্সে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারপার্সন ডাঃ দেবেন্দ্র সিং রানা,  ভেলোর সিএমসির অধ্যাপক ডাঃ গগনদীপ কং, ভেলোরের সিএমসির ডিরেক্টর ডাঃ  জেভি পিটার, মেদান্ত হাসপাতাল অ্যান্ট হার্ট ইনস্টিটিউটের চেয়ারপার্স ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ নরেশ ত্রেহান, ফর্টিস হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ও আইসিইউর ডিরেক্টর ডাঃ রাহুল পন্ডিত,  স্যার গঙ্গারাম হাসপাতালের সার্জিক্যাল ও লিভার ট্র্যান্সপ্ল্যান্ট ডিপার্টমেন্টের প্রধান ডাঃ সৌমিত্র রাওয়ার, দিল্লি আইএনবিএস হাসপাতালের হেপাটলজি ডিপার্টমেন্টের প্রধান ডাঃ শিব কুমার সোরেন এবং হিন্দুজা হাসপাতাল, ব্রিচ কেন্ডি হাসপাতালের চিকিৎসক ডাঃ জারির এফ উদাইদা৷ 

আরও পড়ুন- কমলালেবুর বাগানে চলছে করোনা রোগীর চিকিৎসা!

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেব ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন৷ মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *