তৃণমূলের স্ট্রং বুথে EVM- বিভ্রাট, ভোট বানচালের চক্রান্ত, অভিযোগ ক্ষুব্ধ সায়ন্তিকার

তৃণমূলের স্ট্রং বুথে EVM- বিভ্রাট, ভোট বানচালের চক্রান্ত, অভিযোগ ক্ষুব্ধ সায়ন্তিকার

aa1d49048eea590dc1570625e9cf9575

বাঁকুড়া:  দ্বিতীয় দফায় অশান্তির খবর মিলেছে বাঁকুড়া থেকেও৷ এখানে বাঁকুড়া সদর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ এই কেন্দ্রে তৃণমূলের স্ট্রং বুথগুলিতে ইভিএম বিকল করার অভিযোগ তুললেন তিনি৷ 

আরও পড়ুন-  বহিরাগত নিয়ে বুথে ঢোকার চেষ্টা, ভারতী ঘোষকে বাধা, আটক মণ্ডল সভাপতি

এদিন সায়ন্তিকা বলেন, ‘‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী৷ এখানে আমাদের শক্তিশালী বুথগুলোতে যাতে আরও বেশি করে লিড নিতে না পারি সে জন্য সকাল থেকেই দুটি ইভিএম মেশিন অকেজো করে রাখা হয়েছে৷ এটা কারা করছে আলাদা করে বলার দরকার নেই৷ মানুষ জানে কারা এই কাজ করেছে৷’’ তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী সংবাদমাধ্যমের লোককেও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে৷ ওখানে কী কাণ্ড হচ্ছে, সেটা দেখাতে দিচ্ছে না৷ আমার গায়ে হাত দেওয়ার অনুমতি তাঁদের নেই৷ তাঁরা এটা করতে পারে না৷ সে কারণেই আমকে সরাসরি কিছু বলতে পারছে না৷ কিন্তু সকাল থেকে দুটি ইভিএম মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, মানুষ যাতে সেটা জানতে না পারে, সে জন্য সংবাদমাধ্যমকেও কভার করতে দেওয়া হচ্ছে না৷ ’’

আরও পড়ুন- ঘটালে অশান্তি, অবাধ ভোটের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি’র

তাঁর অভিযোগ, সকাল থেকে আমাদের স্ট্রং বুথে দুটি ইভিএম মেশিন চলছে না৷ শুধু আমার নয়৷ এখানে যাঁরা ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁদেরও মনে হচ্ছে এটা ইচ্ছা করেই করা হয়েছে৷ ইভিএম মেশিন খারাপ করে দেওয়া হয়েছে৷ এখানে একটা ভোটও পড়েনি৷ এখানে শম্পাদি’র গোটা পরিবার রয়েছে৷ তীব্র গরমের সুযোগ নিতে চাইছে বিরোধীরা৷ যাতে মানুষ অধৈর্য হয়ে ফিরে যায়৷ যাতে এখানে ভোট না হয়৷ কিন্তু আমরা সেটা হতে দেব না৷ তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সায়ন্তিকা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *