ঘাটালে অশান্তি, অবাধ ভোটের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি’র

ঘাটালে অশান্তি, অবাধ ভোটের দাবিতে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি’র

ঘাটাল: সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ৷ ৩০ কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ কোথাও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কোথায় অভিযোগের তীর বিজেপি’র দিকে৷ এরই মধ্যে উত্তেজনা ছাড়াল ঘাটাল কেন্দ্রে৷ অবাধ ও সুষ্ঠ ভোট হচ্ছে না বলে অভিযোগ তুলল বিজেপি৷ 

আরও পড়ুন- হাইপ্রোফাইল ডেবরায় বিজেপি এজেন্টকে হুমকি, বুথে বাধা, তৃণমূলকে নিশানা ভারতী ঘোষের

ঘাটালের রঘুনাথপুর অঞ্চলে শুরু হয়েছে পথ অবরোধ৷ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলছে বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ৷ উঠেছে জয় শ্রীরাম ধ্বনি৷ অভিযোগ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে৷ ঘাটালের চকলছুপুরে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে৷ বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে৷ তা সত্ত্বেও অশান্তি হচ্ছে৷ এখানে অবাধ ভোট হচ্ছে না৷ সেই প্রতিবাদেই অবরোধ৷ বুথের সামনেই চলছে বিজেপি কর্মীদের প্রতিবাদ৷ প্রসঙ্গত, ঘাটেল ২০১৬ সালে তৃণমূলের জয়ের ব্যবধান ২০১৯ এ এক তৃতীয়াংশে নেমে যায়৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 19 =