ডেবরা: শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। সকাল থেকে উত্তপ্ত একাধিক কেন্দ্রের বিভিন্ন বুথ। পূর্ব মেদিনীপুরের হাই ভোল্টেজ কেন্দ্র ডেবরা। মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস অফিসারের লড়াই। সেখানে বহিরাগত নিয়ে একটি বুথে ঢোকার চেষ্টা করছিলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, এমনটাই জানা গিয়েছে। এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়ে তাকে বুথের কাছাকাছি যেতে দেয়নি। বহিরাগত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্র। বহিরাগত নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। কিন্তু বুথের কাছাকাছি যেতে পারেননি। রাস্তার উপরেই বিক্ষোভ দেখিয়ে তাকে আটকে দিয়েছেন স্থানীয় মানুষ তথা তৃণমূল কর্মীরা। একজনকে আটক করা হয়েছে বহিরাগত অভিযোগে। জানা গিয়েছে তার নাম মোহন সিং। তিনি বিজেপির দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি। অভিযুক্ত নিজেই জানিয়েছেন, পোলিং এজেন্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। কারণ সেই বুথের পোলিং এজেন্ট পালিয়েছেন। বিজেপি প্রার্থী ভারতী ঘোষ অবশ্য এর পরেই ঘটনাস্থল থেকে চলে যান। তবে তার বিরুদ্ধে স্থানীয় মানুষরা জানিয়েছে, সকাল থেকেই ৪-৫টি গাড়ি নিয়ে বুথে বুথে গিয়ে ভারতী ঘোষ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। যারা এখনও ভোট দেননি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।