নিলামে মোদীর ব্যবহৃত চাদর, জানেন কত দাম উঠল?

নিলামে মোদীর ব্যবহৃত চাদর, জানেন কত দাম উঠল?

9e91ff4d488fb3228c92bd71cf38a33f

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ই-নিলামের আয়োজন করেছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক৷ সেখানেই নিলামে তোলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহৃত একটি চাদর৷ নিলামে যে দর উঠল, তা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ৷ নমোর ব্যবহৃত চাদরের দাম উঠল ১ কোটি!

আরও পড়ুন- BREAKING: পঞ্জাবে অঘটন, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

নিলাম শুরু হতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে উপহার পাওয়া মোদীর এই চাদরের দাম৷ তবে এমনটা এই প্রথম নয়৷ গুজরাতের প্রধানমন্ত্রী থাকাকালীন এমন অনেক উপহার নিলাম করেছেন প্রধানমন্ত্রী৷ এবার জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে নিলাম৷ এখনও ১৯ দিন এই নিলাম চলবে৷ এদিকে শনিবার দুপুরের মধ্যেই নমোর ব্যবহৃত চাদরের দাম ১ কোটি উঠে গিয়েছে৷ তবে খোলা বাজারে ওই চাদরটির দাম খুব জোড় ১০০ টাকা হবে৷ এক ভক্ত প্রধানমন্ত্রীকে এই উপহারটি দিয়েছিলেন৷ নিলামে দাম রাখা হয়েছিল ৫০০ চাকা৷ দাম চড়তে চড়তে তা পৌঁছয় ১ কোটিতে৷ 

আরও পড়ুন- পাকড়াও ৬ জঙ্গির আরও এক সঙ্গী গ্রেফতার! উদ্ধার দেড় কেজি RDX

উল্লেখ্য, এই নিলামে রয়েছে মোট ১ হাজার ৩০০টি জিনিস৷ এর মধ্যে রয়েছে অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার জ্যাভলিনও৷ যা টোকিও থেকে ফিরে প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন নীরজ৷ মনে করা হয়েছিল, এই জ্যাভলিনের দাম উঠতে পারে ৭৫ লক্ষ টাকা৷ কিন্তু সব অনুমান ব্যর্থ করে নীরজের জ্যাভলিনের দাম উঠেছে ১০ কোটি টাকা! রেকর্ড দাম উঠেছে লভলিনার গ্লাভস জোড়ারও৷ এই ই-নিলামে স্থান পেয়েছে অলিম্পিক্স ও প্যারা অলিম্পিক্সে পদক জয়ীদের ব্যবহৃত অন্যান্য সামগ্রীও৷ এর আগে এমন নিলাম হয়েছিল ২০১৯ সালে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *