চণ্ডীগড়: আশঙ্কাই সত্যি হল৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ শনিবার দুপুরে চণ্ডীগড়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল বনওয়াড়িলাল পুরোহিতের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই পঞ্জাব কংগ্রেসের অন্দরে ডামাডোল চলছিল৷ যার জেরেই ক্যাপ্টেনকে পদত্যাগের নির্দেশ দেয় কংগ্রেস হাইকমান্ড৷
আরও পড়ুন- পাকড়াও ৬ জঙ্গির আরও এক সঙ্গী গ্রেফতার! উদ্ধার দেড় কেজি RDX
এর আগে পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধুর সমর্থকরা জানিয়েছিলেন, অমরিন্দর সিং-এর সঙ্গে দলের হাইকমান্ডের কথা হয়েছে এবং তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে অমরিন্দর সিং জানান, এইভাবে আর মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে থাকা যায় না৷ তিনি যে ইস্তফা দিতে চলেছেন, তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল৷ এর পরেই আজ বিকেলে তিনি সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেন৷ খুব শীঘ্রই সম্ভবত কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হবে ক্যাপ্টেনের।
আজ সন্ধেবেলা কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেওয়া নিয়ে সকালেই সোনিয়া গান্ধীকে তিনি বলেছিলেন, “এত অপমান সহ্য করে দলে থাকা সম্ভব নয়। আমাকে যথেষ্ট অপমান করা হয়েছে। এই নিয়ে তিনবার আমি আপমানিত৷ এই হেনস্থা সহ্য করে দলে থাকতে পারব না।” অমরিন্দর সিং রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর টুইট করে তাঁর ছেলে রণিন্দর সিং বলেন, ‘ইস্তফা দেওয়ার সময় রাজভবনে বাবার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।
সূত্রের খবর,দিন কয়েক আগেই অমরিন্দর সিংহের বিরুদ্ধে কংগ্রেস সভানেত্রীর কাছে চিঠি লিখে নালিশ জানিয়েছিলেন ৬০ জন কংগ্রেস বিধায়ক। অবিলম্বে অমরিন্দর সিংকে না সরানো হলে তাঁরা কংগ্রেস ছেড়ে আমআদমি পার্টিতে যোগদান করবে বলেও হুমকি দেন। আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে অমরিন্দর যখন ইস্তফা দিচ্ছেন, তখন পাঞ্জাব কংগ্রেস ভবনে পৌঁছন নভজোৎ সিং সিধু। জানা যাচ্ছে,কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে যোগ দেবেন তিনি৷
Punjab CM Captain Amarinder Singh submits resignation to Governor Banwarilal Purohit, at Raj Bhavan in Chandigarh. pic.twitter.com/qIlYcr71L7
— ANI (@ANI) September 18, 2021