কলকাতা: রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলকে ফের ভাইপো খোঁচা অমিত শাহের৷ এদিন গোসাবার জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‘মমতা দিদি তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান৷ সেই দিকেই ওঁনার নজর৷ আপনারা কি তোলাবাজ ভাইপোকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান?’’ তাঁর এই মন্তব্যের পরেই পাল্টা আসরে নামল তৃণমূল৷
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের গাড়ি নিয়ে টাকা বিলি চলছে, বিস্ফোরক দাবি মমতার
মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অমিত শাহলে পাল্টা জবাব দিলেন তৃণণূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমেই একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয় উঠছেন৷ তাঁকে আক্রমণ করে বিজেপি এটা বুঝিয়ে দিচ্ছেন যে, উনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র৷ যে চরিত্রকে বাদ দিয়ে মানুষের মঞ্চে অন্য কেউ আসতে পারবে না৷’’তোপ দেগে তিনি বলেন, ‘‘এত ভয় কিসের? কে মুখ্যমন্ত্রী হবে, আর কে হবে না, সেটা দলের ব্যাপার৷ আমরা বলেই দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওরা আমাগের মুখ্যমন্ত্রী খুঁজে বেরাচ্ছে৷’’
এদিকে ক্রমশ জমজমাট হয়ে উঠছে ভোটের বাজার৷ আজ গোসাবায় জনসমাবেশের পর মেদিনীপুরের কেরানটোলা থেকে গোলাকুঁয়াচক পর্যন্ত রোড শো শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অন্যদিকে, ঘাটালে চলছে জেপি নাড্ডার রোড শো৷
আরও পড়ুুন- ‘ভোট লুঠ করতে এলে হাডুডু, কাবাডি, সাঁতার সব খেলুন’! পরামর্শ মমতার
প্রসঙ্গত, এদিন অমিত শাহ তৃণণূলকে নিশানা করে আরও বলেন, ‘‘অম্পানে টাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই টাকা মানুষ পায়নি৷ আম্পানের ১০ হাজার কোটি কোথায় গেল? আসলে সবটাই ভাতিজা অ্যান্ড কোম্পানির পকেটে ঢুকে গিয়েছে৷’’ তাঁর আশ্বাস, চিন্তা নেই৷ মোদীজির পাঠানো এক একটা টাকা উদ্ধার করতে সিট গঠন করা হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে। সেই সঙ্গে তাঁর হুঙ্কার, কোনও গুণ্ডার হিম্মত হবে না এবার বাংলাকে রোখার৷ বাংলায় পরিবর্তন হবেই৷ নির্ভয় হয়ে ভোট দিন৷ বিজেপিকে ভোট দিয়ে বিজেপি সরকার গঠন করুন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনও গুণ্ডা মা-বোনেদের হাত লাগাতে পারবে না৷