কেন্দ্রীয় সরকারের গাড়ি নিয়ে টাকা বিলি চলছে, বিস্ফোরক দাবি মমতার

কেন্দ্রীয় সরকারের গাড়ি নিয়ে টাকা বিলি চলছে, বিস্ফোরক দাবি মমতার

রঘুনাথপুর:  ভোটের আগে টাকা বিলি নিয়ে বারবার সুর চড়িয়েছেন তৃণমূল৷ মঙ্গলবার রঘুনাথপুরের জনসভা থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনের উদ্দেশে তাঁর আর্জি, অবিলম্বে বর্ডার সিল করা হোক৷ কারণ এই সীমান্ত দিয়েই বাইরে থেকে টাকা ঢুকছে৷  
 

আরও পড়ুন-  ‘ভোট লুঠ করতে এলে হাডুডু, কাবাডি, সাঁতার সব খেলুন’! পরামর্শ মমতার

এদিন মমতা বলেন, ২৭ তারিখ প্রথম দফার ভোট৷ এর পর ভোট হবে ১ এপ্রিল৷ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সমস্ত বর্ডার সিল করে রাখতে হবে৷ অযোধ্যা পর্যন্ত এখনও বর্ডার সিল হয়নি৷ তিনি বলেন, আমি জানি ব্রিজের উপর টোকেন দেখিয়ে গাড়ি যাতায়াত করছে৷ নাকা চেকিং করুন৷ কেন্দ্রীয় সরকারের গাড়ির স্ট্যাম্প লাগিয়ে টাকা বিলি করছে কেউ কেউ৷ এটা গুরুতর অপরাধ, সে যেই ককে থাকুক৷ 

তিনি সুর চড়িয়ে বলেন, ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনার টোপ দিচ্ছে বিজেপি। ৫০০ টাকা দিতে চাইলে, ৫ লক্ষ টাকা চাইবেন৷ তার আগে জবাব চাইবেন ১৫ লক্ষ টাকা কোথায় গেল? ক্ষমতায় এসে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি৷ তাঁর কথায়, কেউ টাকা দিলে নিয়ে নেবেন৷ এটা আপানাদেরই পকেটের টাকা৷ রেলের টাকা, ভেলের টাকা, নোটবন্দীর টাকা৷ লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা মেরে এখন ৫০০ টাকা, ১০০০ টাকা ভিক্ষে দিচ্ছে৷ মানুষ যখন খেতে পায় না, তখন কোথায় থাকে বিজেপি? কেঁদে মরলেও একটা ট্রেন দেয় না৷ আমাদের লোককে খুন করে বাড়ি পাঠায়৷ আমাদের ভাইবোনেদের ফিরে আসতে বলুন৷ বাংলা তাঁদের চাকরি দেবে৷ এখানে কাজের অভাব হবে না৷ 

আরও পড়ুন- ক্ষমতায় এলে সুন্দরবন আলাদা জেলা, তৈরি হবে এইমস! ঘোষণা অমিতের

তৃণমূল নেত্রীর কথায়, ভোটের আগে ট্রেনে, বাসে চেপে বাইরের থেকে লোক ঢুকবে৷  গ্রামে ঢুকে জায়গা দখল করার চেষ্টা করবে৷ পারলে হাতা-খুন্তি, ঝাঁটা নিয়ে বেরবেন৷ ভোট লুঠ করতে এলে খেলা হবে৷  হাতা-খুন্তি দিয়েই খেলা হবে৷ আর ছাত্ররা এমন বাল মারবে, পোস্টের বাইরে গিয়ে পড়বে৷ সবকিছু দিয়ে খেলবেন আর বলবেন, খেলা হবে৷ খেলতে খেলতেই বিজেপি’কে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিতে হবে৷ বাইরের গুণ্ডারা বাংলা চালাবে না৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =