ক্ষমতায় এলে সুন্দরবন আলাদা জেলা, তৈরি হবে এইমস! ঘোষণা অমিতের

ক্ষমতায় এলে সুন্দরবন আলাদা জেলা, তৈরি হবে এইমস! ঘোষণা অমিতের

গোসাবা: আর হাতে গোনা কয়েক দিন পরেই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু। প্রতিদিন জেলায় জেলায় জনসভা করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। লক্ষ্য একটাই, বাংলা জয়। এই প্রেক্ষিতে আজ গোসাবায় এসে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি বড় ঘোষণা করলেন। জানিয়ে দিলেন, ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে তৈরি করা হবে। একই সঙ্গে সেখানে হবে এইমস। 

এদিন গোসাবায় জনসভা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে নিয়ে আলাদা ভাবনা চিন্তা রয়েছে তাদের। এক বছরের মধ্যে সুন্দরবনকে পৃথক জেলা বানানো হবে। এর পাশাপাশি সুন্দরবনের জন্য আলাদা টাইগার রিজার্ভেশন সেল তৈরি করা হবে। এছাড়াও মৎস্যজীবীদের একাউন্টে ৬ হাজার টাকা দেওয়া হবে এবং ৩ লক্ষ টাকার বীমা করে দেওয়া হবে। অমিত শাহ আরও জানিয়েছেন, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে এখানে। পাশাপাশি এইমস তৈরি করা হবে সাধারণ মানুষের চিকিৎসার অগ্রগতির জন্য। এইসব ঘোষণা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২৮২ প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ৮২ টাও পূর্ণ হয়নি। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়প্রবণ এলাকার জন্য ৬৫ হাজার কোটি টাকার প্যাকেজ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে৷ দেশ বিদেশ থেকে পর্যটন টানতে বিশেষ প্রকল্প করা হবে৷ মৎস্যজীবীদের জন্য পাঠানো যে টাকা দিদি পৌঁছতে দেয় না, সেই টাকা জেলে ভাইদের হাতে তুলে দেওয়া হবে৷ তিনি আরও জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ১৫০০ কোটি টাকার যোজনা নেওয়া হবে৷

 

আরও পড়ুন- কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে ভাতিজা অ্যান্ড কোম্পানির ঘরে, তোপ শাহের

দুর্নীতি নিয়েও এদিন আক্রমণের তির ছোঁড়েন শাহ৷ তিনি বলেন, ‘‘অম্পানে টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই টাকা মানুষ পায়নি৷ আম্পানের ১০ হাজার কোটি কোথায় গেল? আসলে সবটাই ভাতিজা অ্যান্ড কোম্পানির পকেটে ঢুকে গিয়েছে৷’’ তাঁর আশ্বাস, চিন্তা নেই৷ মোদীজির পাঠানো এক একটা টাকা উদ্ধার করতে সিট গঠন করা হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *