গোসাবা: রাজ্যে ভোট শুরু হতে আর মাত্র পাঁচ দিন৷ ভোট ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ৷ একুশের ভোটটকে পাখির চোখ করে রাজ্যে ফের ভোটপ্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ৷ শাসক দলের দুর্নীতির খতিয়ান তুলে গোসাবার জনসভা থেকে ফের ভাইপোকে নিশানা করলেন তিনি৷
আরও পড়ুন- ভোটের মুখে মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চায় ফাটল, কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বামেদের
এদিন অমিত শাহ বলেন, আজ শহিদ দিবস৷ আজকের দিনেই ভগত সিং, সুকদেব, রাজগুরু ফাঁসির মঞ্চে মৃত্য বরণ করেছিলেন৷ বাংলা এক সময় স্বাধীনতা সংগ্রামের দিশা দেখিয়েছিল৷ কিন্তু এখন বাংলায় শুধুই তোলাবাজি, কাটমানি আর দুর্নীতি৷ এই রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে৷ বিজেপি ক্ষমতায় এলেই গঙ্গাসাগর ক্ষেত্রের জন্য কাজ করা হবে৷ কলকাতায় এক কাছে হওয়া সত্বেও এখানে কোনও উন্নয়ন করা হয়নি৷ সুন্দরবনকে অবহেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে এখানে পরিশ্রুত পানীয় জলের বন্দ্যবস্ত করা হবে৷ সেতু তৈরি করা হবে। সুন্দরবন ডেভলপমেন্ট বোর্ড গঠন করে সুন্দরবনকে বাংলার অন্যতম উন্নত এলাকা হিসাবে গড়ে তোলা হবে৷
আরও পড়ুন- মীনাক্ষীর সমর্থনে লেখা দেওয়ালে কালি! তোলপাড় নন্দীগ্রাম
এর পরেই দুর্নীতি নিয়ে আক্রমণের তির ছোঁড়েন শাহ৷ তিনি বলেন, ‘‘অম্পানে টাকা পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ কিন্তু সেই টাকা মানুষ পায়নি৷ আম্পানের ১০ হাজার কোটি কোথায় গেল? আসলে সবটাই ভাতিজা অ্যান্ড কোম্পানির পকেটে ঢুকে গিয়েছে৷’’ তাঁর আশ্বাস, চিন্তা নেই৷ মোদীজির পাঠানো এক একটা টাকা উদ্ধার করতে সিট গঠন করা হবে। অপরাধীদের জেলে পাঠানো হবে।
এছাড়াও ঘূর্ণিঝড়প্রবণ এলাকার জন্য ৬৫ হাজার কোটি টাকার প্যাকেজ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে৷ দেশ বিদেশ থেকে পর্যটন টানতে বিশেষ প্রকল্প করা হবে৷ মৎস্যজীবীদের জন্য পাঠানো যে টাকা দিদি পৌঁছতে দেয় না, সেই টাকা জেলে ভাইদের হাতে তুলে দেওয়া হবে৷ তিনি আরও জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে ১৫০০ কোটি টাকার যোজনা নেওয়া হবে৷ কৃষকরা বছরে ৬ হাজার টাকা পাবে৷ বাঘ সংরক্ষণ সেল গড়ে তোলা হবে৷ তিনি বলেন, বিজেপি দেশের যে যে রাজ্যে সরকার গঠন করেছে, সেই সেই রাজ্যে প্রতিশ্রুতি পালন করেছে৷