বয়স হলে মরতে তো হবেই! করোনায় মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্ত্রী

বয়স হলে মরতে তো হবেই! করোনায় মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্ত্রী

ভোপাল:  করোনা সংক্রমণের জেরে ক্রমশ চওড়া হচ্ছে চিন্তার ভাঁজ৷ দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ এরই মধ্যে আজব যুক্তি খাড়া করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী৷ তাঁর বক্তব্য, ‘বয়স হলে মরতে তো হবেই’! মন্ত্রীর এই মন্তব্যে বিতর্কের ঝড়৷ 

আরও পড়ুন- করোনা ঝড়ে বেসামাল দিল্লি, জারি হল কার্ফু

করোনায় বেড়ে চলা মৃত্যু নিয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিং প্যাটেল৷ প্রসঙ্গত, রাজ্যের করোনা পরিস্থিতি দেখার দায়িত্ব তাঁর উপরেই সঁপেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ কিন্তু বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে এমন ভয়ঙ্কর জবাব দেবেন, তা হয়তো কেউ আন্দাজও করতে পারেনি৷ প্যাটেল বলেন, এই মৃত্যুকে আটকানো সম্ভব নয়৷ কারণ বয়স হলে মৃত্যু তো হবেই। তিনি আরও বলেন, সবাই করোনা মোকাবিলা করার কথা বলছে৷ প্রতিদিন প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে৷ আসলে তাঁদেরও বয়স হয়েছে৷ তাই মরতে হবেই৷ পাশাপাশি তিনি আরও বলেন, কী ভাবে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতে হবে সে সম্পর্কে বিধানসভায় আলোচনা হয়েছে৷ অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলতে হবে৷ কোনও রকম সমস্যা দেখা দিলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে৷

আরও পড়ুন- রেকর্ড ভেঙে দেশে আক্রান্ত ২ লক্ষ? সাবধান! সতর্ক করছে PIB

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আক্রান্ত মধ্যপ্রদেশ৷ এ রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ৷ রাজ্যে করোনার উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রচুর মানুষের মৃত্যু হয়েছে৷ রাজ্যের শ্মশানের পরিস্থিতি ভয়াবহ৷ এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে যে মৃতদেহ সৎকার করার জায়গা পাওয়া যাচ্ছে না৷ কবরস্থানের পরিস্থিতিও প্রায় এক৷ মৃতদেহ সৎকারের কাজ করা এক ব্যক্তি বলেন, গত ৪ দিনে ২০০টি দেহ সৎকার করা হয়েছে৷ এর থেকেই পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *