করোনা ঝড়ে বেসামাল দিল্লি, জারি হল কার্ফু

করোনা ঝড়ে বেসামাল দিল্লি, জারি হল কার্ফু

5ab4120dcd03f118a43e9b4a50046d37

নয়াদিল্লি: গত বছরের দুঃস্বপ্নের স্মৃতি যেন আবার ফিরতে চলেছে ধাপে ধাপে। করোনা ভাইরাস সংক্রমণে মহারাষ্ট্রের পর সবচেয়ে খারাপ অবস্থা নয়াদিল্লির। সেই প্রেক্ষিতে আগামী ১৭ এপ্রিল থেকে রাজধানীতে জারি হচ্ছে নাইট কার্ফু। একইসঙ্গে বন্ধ থাকছে জিম এবং রেস্তোরাঁ।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউলের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন কেজরিওয়াল। জানানো হয়েছে আগামী ১৭ এপ্রিল থেকে রাত দশটা থেকে ভোর সাতটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। এইসময় অন্যান্য কিছু চালু না থাকলেও অতিরিক্ত জরুরী পরিষেবা যেমন হাসপাতাল, ওষুধের দোকান এবং দুধের দোকান খোলা থাকবে। একইসঙ্গে হোম ডেলিভারির অনুমতি আছে। তবে সিনেমাহল চালাতে হবে ৩০ শতাংশ দর্শক নিয়ে। একইসঙ্গে বিয়ে বাড়ির অনুষ্ঠান এবং বেসরকারি অফিস গুলিতে কর্মী নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমায়েত যাতে কোনভাবে না করা হয় সেই দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই চালু হয়েছে নাইট কার্ফু। এবার দিল্লিতেও এই সিদ্ধান্ত চালু হওয়ায় স্বাভাবিকভাবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জটিলতা আরো বাড়ছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সমস্ত রেকর্ড ভেঙে নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ মানুষ৷ করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়তে চলেছে, সেই ইঙ্গত দিয়েছিলেন বিশেষজ্ঞরা৷ তবে যে ধারনা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিস্থিতি৷ প্রায় প্রতিটি রাজ্যে দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৩৭ জনের। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে করোনায় সুস্থতার হার কমে হয়েছে ৮৯.৫১ শতাংশ। বুধবার মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হন ৫৮ হাজার ৯৫২ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *