সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের তথ্য দমন নয়, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের তথ্য দমন নয়, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি:  কোভিড পরিস্থিতিতে দেশে প্রকট হয়ে উঠেছে অক্সিজেনের অপ্রতুলতা৷ দেখা দিয়েছে বেডের সঙ্কট৷ এই অবস্থায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন৷ সাহায্যের আর্জি জানাচ্ছেন৷ কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় তাঁর সমস্যার কথা জানান, তাহলে তাতে বাধা দেওয়া উচিত নয় রাজ্য সরকারের৷ কোনও ভাবেই যেন সেই তথ্য দমন করা না হয়৷ দেশে সঙ্কটজনক কোভিড পরিস্থিতিতে কোনও নাগরিককে হেনস্থা করা হলে তবে তা আদালত অবমাননা হিসাবেই বিবেচিত হবে, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের৷  

আরও পড়ুন- বিচারকদের মৌখিক পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশে লাগাম টানা হোক, আবেদন কমিশনের

এদিন সুপ্রিম কোর্টে শুনানির সময় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘একজন নাগরিক ও একজন বিচারপতি হিসাবে এটা আমার কাছে খুবই উদ্বেগের৷ যদি দেশের নাগরিক তাঁদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তাহলে যেন বাধা সৃষ্টি করা না হয়৷ তাঁদের কথাও শুনতে হবে৷ যদি কোনও নাগরিককে হয়রান করা হয়, তাহলে তা অবমাননা হিসাবে পরিগণিত হবে৷ মানবজাতি এখন সঙ্কটে রয়েছে৷’’ পরিস্থিতি এতটাই শোচনীয় যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও বেড পাচ্ছেন না৷ ‘পরিস্থিত ভয়াবহ’ বলেই উল্লেখ করে শীর্ষ আদালত৷ 

আরও পড়ুন- হোম আইসোলেশনের পর করোনা টেস্ট দরকার? নয়া নির্দেশিকা কেন্দ্রের

দেশে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ যার ধাক্কায় দিশেহারা গোটা দেশে৷ হাসপাতালগুলিতে দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি৷ সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছে গোটা বিষয়টি৷ আজ ফের পুরনো রেকর্ড ভেঙে আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার মানুষ৷ যার জেরে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১.৮৭ কোটি৷ এই উদ্বেগজনক পরিস্থিতিতে মিলেছে আন্তর্জাতিক মহলের সাহায্য৷ কোভিড বিরোধী যুদ্ধের সরঞ্জাম পাঠিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া৷ সাহায্য আসছে বাংলাদেশ থেকেও। মানবিক ভাবে পাশে রয়েছে গোটা বিশ্ব৷ এই অবস্থায় নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি তুলে ধরছে, তা মিথ্যে নয় বলেই আদালতের অভিমত৷ এদিন ভ্যাকসিনের দামে তারতম্য নিয়েও সরব হয় সুপ্রিম কোর্ট৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =