মোদীর সুরেলা ভঙ্গীতে ‘দিদি ও দিদি’ সম্বোধনই কি কাল হল বিজেপি’র?

মোদীর সুরেলা ভঙ্গীতে ‘দিদি ও দিদি’ সম্বোধনই কি কাল হল বিজেপি’র?

কলকাতা:  ম্যাজিক ফিকে করে বাংলাজুড়ে সবুজ ঝড়৷ একুশের ভোট ময়দানে ভরাডুবি বিজেপি৷ প্রচারে ঝড় তুলেও বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাতে পারলেন না নরেন্দ্র মোদী-অমিত শাহ৷ গেরুয়া শিবিররের এই বিপর্যয়ের কারণ কী? তবে কি মঞ্চ থেকে সুরেলা কন্ঠে মোদীর দিদি সম্বোধনই কাল হল বিজেপি’র? উঠল প্রশ্ন৷ মোদীর এই বাচন ভঙ্গীকেই কি অপমান বলে মনে করেছে বাঙালি? আর সেই কারণেই কি ইভিএম-এ জবাব দিল বাংলার মানুষ?

আরও পড়ুন- নতুন মন্ত্রিসভা গঠনে আজই বৈঠকে মমতা, যাবেন রাজভবনেও

বাংলায় ম্যারাথন প্রচারে নেমে নরেন্দ্র মোদীর ‘দিদি ও দিদি’ সম্বোধন সারা ফেলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ তৃণমূল আপত্তি জানালেও, এই সুরেলা সম্বোধন চালিয়ে গিয়েছেন নমো৷ মমতা নিজে জনসভা থেকে বলেছিলেন, ‘‘একজন প্রধানমন্ত্রী হয়ে ভেঙ্গিয়ে বক্তৃতা দিচ্ছেন, ভ্যাংচাচ্ছেন৷ এর থেকে বড় লজ্জা আর কিছু নেই৷’’ অন্যদিকে, মোদীর বক্তব্য ছিল, ‘‘আমাকে অনেক গালি দেন দিদি৷ কিন্তু আমি ওঁনাকে দিদি ছাড়া কিছুই বলি না৷ খুব বেশি হলে দু’বার বলি দিদি ও দিদি৷’’ ভোটের ফল প্রকাশিত হতে দেখা গেল সেই দিদিই সুপারহিট৷ আর মোদীর তারকা প্রচারকরা সুপার ফ্লপ৷ 

আরও পড়ুন- ‘মানুষ বামেদের হাতে ফুঁটো বাটি ধরিয়ে দিয়েছে, গোটা ব্যবস্থাপনা এখন উলঙ্গ’

গতকাল ফল প্রকাশের পর তাৎপর্যপূর্ণ টুইট করে অভিনেত্রী স্বস্তিকা লেখেন, ‘‘মহিলা পরিচালিত এই রাজ্য টিটকিরি সহ্য করে না৷’’ রাজনৈতির কেরিয়ায়ের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি ‘দিদি’ ভাবমূর্তি৷ যিনি যাবতীয় প্রটোকল টপকে পৌঁছে যেতে পারেন সাধারণ মানুষের কাছে৷ জাতীয় স্তরের বহু রাজনীতিকের কাছেও মমচা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিদি৷ তিনি নিজেও দিদি বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন৷ আর মোদীর সেই দিদি সম্বোধনের ভঙ্গীকেই সম্ভবত ভালো ভাবে নিল না বঙ্গবাসী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *