হিরণের হয়ে খড়গপুরে প্রচারে ঝড়, ‘বাংলার সঙ্গে হৃদয়ের সম্পর্ক’, বার্তা মিঠুনের

হিরণের হয়ে খড়গপুরে প্রচারে ঝড়, ‘বাংলার সঙ্গে হৃদয়ের সম্পর্ক’, বার্তা মিঠুনের

খড়গপুর:  বঙ্গ ভূমে শেষ বেলায় ভোট প্রচার একেবারে জমজমাটি৷ একদিকে নন্দীগ্রামে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে ঝড় তুলতে ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নন্দীগ্রামের পাশাপাশি ১ এপ্রিল ভোট হবে আরও একটি হাইপ্রোফাইল কেন্দ্রে৷ সেটি হল খড়গপুর সদর৷ এই কেন্দ্রে বিজেপি’র তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ৷ আর এবার তাঁর হয়েই প্রচারের ব্যাটন হাতে তুলে নিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী৷ 

আরও পড়ুন- কেন বাংলাদেশে মোদী? তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব বিজেপির

প্রসঙ্গত, হিরণ এবং মিঠুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে৷ তাঁরা দু’জনে শুধু বিনোদন জগতের মানুষই নয়, উভয়েই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য৷ কিন্তু আজ তাঁরা দু’জনই গেরুয়া৷ এদিন হিরণের হয়ে ব়্যালি করলেন বিজেপি’র স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী৷ জমকালো সেই রোড শো ঘিরে দেখা গেল খড়গপুরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা৷ তাঁদের দেখতে উপচে পড়ে ভিড়৷ তারই মাঝে হিরণকে সঙ্গে নিয়ে চলল মিঠুনের প্রচার৷ তাঁদের রথ ঘিরে উড়ল গেরুয়া আবির৷ উঠল জয় শ্রীরাম ধ্বনি৷ এদিন দু’জনের গলাতেই ছিল দলীয় উত্তরীয় আর রজনীর মালা৷ মঙ্গলবার খড়গপুরের দুর্গা মন্দিরে পুজো দিয়ে হিরণের হয়ে প্রচার শুরু করেন সুপারস্টার মিঠুন৷ 

আরও পড়ুন- নিমতাকাণ্ডে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা দায়ের

যদিও নিজেকে তারকা বলতে নারাজ মহাগুরু৷ মিঠুনের কথায়, বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক হিরো আর ফ্যানের নয়।  বরং বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক হৃদয়ের৷ তিনি বলেন, ‘‘বাংলার মামুষ জানে আমি তাঁদের কতটা ভালোবাসি৷ আর আমিও জানি বাংলার মানুষ আমাকে কতখানি ভালোবাসে।’’ প্রসঙ্গত, গত ৭ মার্চ কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীর সভায় গেরুয়া হন মিঠুন৷ এর পর থেকেই জোড় কানাঘুষো ছিল এবার ভোট প্রার্থী হবেন তিনি৷ যদিও সেই জল্পনা উড়িয়ে প্রার্থী হতে অস্বীকার করেন মহাগুরু৷ বরং নিজের কাঁধে তুলে নেন প্রচারের দায়িত্ব৷ ২৫ মার্চ থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার ময়দানে নেমে পড়েছেন তিনি৷ আজ বিকালে নন্দ্রীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনেও প্রচার করার কথা রয়েছে তাঁর৷  এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং  হুগলীর তারকেশ্বরেও রোড শো করবেন বিজেপি’র এই স্টার ক্যাম্পেনার৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eight =