Aajbikel

নিমতাকাণ্ডে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা দায়ের

 | 
নিমতাকাণ্ডে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা দায়ের

কলকাতা:  নিমতাকাণ্ডে বৃদ্ধা মৃত্যুর ঘটনায় তোলপাড়া রাজ্য রাজনীতি৷ বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শোভারানী মজুমদারের মৃত্যুকে কেন্দ্র করে অব্যাহত রাজনৈতিক চাপানউতোর৷ এবার নিমতায় বৃদ্ধা মৃত্যুর ঘটনায় খুনের ধারায় মামলা দায়ের করল পুলিশ৷ দায়ের হল নতুন করে এফআইআর৷ 

আরও পড়ুন-  ‘দাঙ্গা হবে না, আমি পাহারাদার’, নন্দীগ্রামে মমতার গলায় ‘চৌকিদারে’র সুর!


প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি রাত্রে শোভারানী মজুমদারের বাড়িতে হামলা করেছিল বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী৷ অভিযোগ, তাঁর ছেলে বিজেপি করার জেরেই এই হামলা৷ এই ঘটনায় যে এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানে ৩০২ ধারার উল্লেখ ছিল না৷ যদিও বারবার বিজেপি নেতৃত্ব ৩০২ ধারার দাবি করে৷ কেন পুলিশ এই ধারায় মামলা করল না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ এমনকী পুলিশের প্রথম এফআইআর-এ যে পাঁচজনের নাম ছিল তাঁরা অগ্রিম জামিনও নিয়ে নিয়েছিল৷ গতকাল শোভারানী মজুমদারের মৃত্যুর পর  উত্তর দমদম কেন্দ্র বিজেপি’র প্রার্থী অর্চনা মজুমদার ফের থানায় অভিযোগ জানান৷ এবং ওই পাঁচজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়৷ এর পরেই স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয়৷ যেখানে ৩০২ ধারার কথা উল্লেখ রয়েছে৷ 


এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিজেপি’র চণ্ডীতলার তারকা প্রার্থী যশ দাসগুপ্ত৷ শোভাদেবীর ছবি সহ তাঁর টুইট, ‘‘“যে প্রশাসনের দায়িত্বে এক নির্দোষ মা অত্যাচারিত হয়ে প্রাণ হারায়, সেই তৃণমূল প্রশাসনকে আমি ধিক্কার জানাই।” তীব্র নিন্দা জানান চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও৷ গত ১ মার্চ আক্রান্ত বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীও৷ 

আরও পড়ুন- তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য আর বিজেপি’র আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই, বার্তা বুদ্ধদেবের


পরিবার সূত্রে জানা যায়,  গত ২৭ ফেব্রুয়ারি দমদম বিধানসভা কেন্দ্রের নিমতার ৬ নং ওয়ার্ডের বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হানা দেয় তণমূলের কিথু দুষ্কৃতী৷ তাঁদের বাড়িতে ঢুকে গোপালবাবুর উপর হামলা করে তাঁরা৷ ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন বৃদ্ধা মা৷ তাঁকেও বন্দুকের বাঁট দিয়ে মারা হয়৷ নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয় ৮৫ বছরের বৃদ্ধার৷ গতকাল মৃত্যু হয় শোভারানীর৷ 

Around The Web

Trending News

You May like