কলকাতা: আট দফা ভোট পর্ব মিটতেই গণনায় নজর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন খোদ দলনেত্রী৷ কালীঘাটের বাড়ি থেকেই হবে ভার্চুয়াল সভা৷ গণনায় কারচুপির আশঙ্কা ঘাসফুল শিবিরের৷ পাশাপাশি এদিন আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে কোভিড পরিস্থিতি৷
আরও পড়ুন- #ExitPolls: কী হতে পারে নন্দীগ্রামের ফলাফল? কেন কেন্দ্রে এগিয়ে তৃণমূল? বলছে সমীক্ষা
জানা গিয়েছে, আজই দলসের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের নিয়ে গণনা প্রসঙ্গে ভর্চুয়াল বৈঠক করবেন পারেন মমতা। উল্লেখ্য বিষয় হল, ২০১১ বা ২০১৬ সালে ভোটপর্ব মেটার পর এমন কোনও বৈঠক কিন্তু করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে কি তিনিও জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত নন? উঠছে প্রশ্ন৷ আপাতত আজ প্রার্থী ও এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তিনি কী নির্দেশ দেন, সে দিকেই তাকিয়ে দল। উল্লেখ্য, একুশের ভোটে মোট ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ পাহাড়ের তিনটি আসনে লড়ছেন তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা৷ তবে এই ২৯৮ জন প্রার্থীর মধ্যে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন আপাতত হাসপাতালে ভর্তি। অন্যদিকে, ভোটের মাঝেই খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
আরও পড়ুন- #ExitPolls: অনেক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, তবে অ্যাডভান্টেজ তৃণমূল প্রার্থীদের: সমীক্ষা
প্রথমে বলা হয়েছিল ভোট গণনার একদিন আগে অর্থাৎ ১ মে বৈঠক হবে৷ কিন্তু পরে তা একদিন এগিয়ে আনা হয়৷ আজ দুপুর ৩ টে নাগাদ হবে বৈঠক৷ এদিকে গণনা নিয়েও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন৷ তা নিয়ে এজেন্টদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, সেটাও দেখে নিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো৷