#ExitPolls: অনেক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, তবে অ্যাডভান্টেজ তৃণমূল প্রার্থীদের: সমীক্ষা

#ExitPolls: অনেক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই, তবে অ্যাডভান্টেজ তৃণমূল প্রার্থীদের: সমীক্ষা

কলকাতা: বাংলা বিধানসভা নির্বাচনে ম্যারাথন ভোট পর্ব শেষ হল আজ। ইতিমধ্যেই একাধিক এক্সিট পোল বেরিয়ে গেছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি যে খুব একটা পিছিয়ে নেই তাও পরিষ্কার। এবার সমীক্ষা অনুযায়ী কোন তারকা প্রার্থী এগিয়ে বা পিছিয়ে রয়েছেন তার একটা আবার দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর মধ্যে। যদিও সামান্য অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্রাত্য বসু থেকে শুরু করে রত্না চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশ পাল, সকলে নিজের কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দেবাশীষ কুমার থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়,  জাবেদ খান থেকে শুরু করে, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম সকলেই রয়েছেন এগিয়ে। যদিও বারাসত কেন্দ্র, বিধাননগর কেন্দ্র, জোড়াসাঁকো কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি প্রার্থীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =