#ExitPolls: কী হতে পারে নন্দীগ্রামের ফলাফল? কেন কেন্দ্রে এগিয়ে তৃণমূল? বলছে সমীক্ষা

#ExitPolls: কী হতে পারে নন্দীগ্রামের ফলাফল? কেন কেন্দ্রে এগিয়ে তৃণমূল? বলছে সমীক্ষা

নয়াদিল্লি: অবশেষে সমাপ্ত হল বাংলা ভোট-উৎসব৷ করোনা আবহে প্রায় এক মাসের বেশি সময় ধরে নির্বাচন আজ শেষ হয়েছে৷ বাংলার পাশাপাশি নির্বাচন হয়েছে অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে৷ দেশজুড়ে চরম করোনা সংক্রমণের মধ্যেও আট দফায় ভোটের লাইনে দাঁড়িয়েছে বাংলা৷ আগামী ২ মে ফলপ্রকাশ৷ ফল ঘোষণার আগে আজ সন্ধ্যায় প্রকাশিত হল একঝাঁক সমীক্ষক সংস্থার এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা৷ জনতার রায়ের গতিপ্রকৃতির কিছুটা পূর্বাভাস মিলতে পারে এই সমীক্ষায়৷ এবার দেখে নেওয়া যাক, কী পূর্বাভাস দিচ্ছে বুথফেরত সমীক্ষা? কেন কেন্দ্রে এগিয়ে কে? কী ফলাফল হতে পারে নন্দীগ্রামে? কোথায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই? পূর্বাভাস দিচ্ছে সি-ভোটারের বুথফেরত সমীক্ষা৷

সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্রাত্য বসু থেকে শুরু করে রত্না চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশ পাল, সকলে নিজের কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দেবাশীষ কুমার থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়,  জাবেদ খান থেকে শুরু করে, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম সকলেই রয়েছেন এগিয়ে। যদিও বারাসত কেন্দ্র, বিধাননগর কেন্দ্র, জোড়াসাঁকো কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি প্রার্থীরা।

নন্দীগ্রামে  হাড্ডাহাড্ডি লড়াই৷ কিছুটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বালিতে হাড্ডাহাড্ডি৷ কিছুটা এগিয়ে বৈশালী ডালমিয়া৷ সিঙ্গুরে কিছুটা এগিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ বোলপুরে কিছুটা এগিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ রাজারহাট গোপালপুর কেন্দ্রে অনেকটা এগিয়ে অদিতি মুন্সি৷ রাজারহাট নিউটাউনে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়৷ কামারহাটিতে কিছুটা এগিয়ে মদন মিত্র৷ উত্তর দমদমে কিছুটা এগিয়ে অর্চনা মজুমদার৷ লড়াই হড্ডাহাড্ডি৷ কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে মুকুল রায়৷ শিলিগুড়িতে এগিয়ে অশোক ভট্টাচার্য৷ হাবড়ায় কিছুটা এগিয়ে রাহুল সিনহা৷ লড়াই এখানে হড্ডাহাড্ডি৷ বীজপুরে কিছুটা এগিয়ে শুভ্রাংশু রায়৷ লড়াই এখানে হড্ডাহাড্ডি৷ ভাটপাড়ায় এগিয়ে পবন সিং৷ নৈহাটিতে কিছুটা এগিয়ে পার্থ ভৌমিক৷ লড়াই এখানে হড্ডাহাড্ডি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =