তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন? পড়ুন বিস্তারিত

তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন? পড়ুন বিস্তারিত

কলকাতা:  বিধানসভার ভোট যুদ্ধে একসঙ্গে সামিল হয়েছেন ভুঁইয়া দম্পতি। একই জেলার দুই কেন্দ্রে তৃণমূল শিবিরের প্রার্থী তাঁরা৷ ইতিমধ্যেই পেশ করেছেন নমোনয়ন৷ জমা দিয়েছেন হলফনামাও৷ সেই হলফনামা মোতাবেক মানস ভুঁইয়ার হাতে রয়েছে নগদ প্রায় ১ লক্ষ টাকা, ব্যাঙ্কে ১ কোটি৷ সব মিলিয়ে কয়েক কোটি টাকার মালিক এই তৃণমূল প্রার্থী৷ প্রায় একই রকম সম্পত্তির মালিক তাঁর স্ত্রীও৷ এবারের ভোটে পশ্চিম মেদিনীপুরের সবং-এর তৃণমূলের হাইপ্রোফাইল প্রার্থী মানস ভুঁইয়া৷  

আরও পড়ুন-  ভিন দেশের পাসপোর্ট বানিয়ে পালানোর ছক কষছিল বিকাশ, সঙ্গে প্রচুর টাকা, দাবি ইডির

সবং বিধানসভা আসনে মানস ভুঁইয়ার বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অমূল্য মাইতি এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক৷ গত ১০ মার্চ এই কেন্দ্রে মনোনয়ন জমা দেন মানসবাবু৷ সেই সঙ্গে হলফনামাও জমা দেন তিনি৷ সেখানে উল্লেখ করা হয়েছে তাঁর সম্পত্তির খতিয়ান৷ হলফনামা অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে তৃণমূলের এই দাপুটে নেতার বার্ষিক আয় ২৭ লক্ষ ২০ হাজার টাকা৷ একই অর্থবর্ষে তাঁর স্ত্রী গীতা ভুঁইয়ার আয় ১৮ লক্ষ ৮০ হাজার ৮৩০ টাকা৷ মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ১ লক্ষ ২০ হাজার টাকা৷ গীতা ভুঁইয়ার হাতে ছিল ৮০ হাজার টাকা৷ সবং-এর তৃণমূল প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯৮ লক্ষ ৯৬ হাজার ৯৭৬ টাকা৷ অন্যদিকে, তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৭৫ লক্ষ ২৬ হাজার ৭৯৩ টাকা৷ বন্ড, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই ভুঁইয়া দম্পতির৷ তবে উভয়ের নামেই রয়েছে পিপিএফ, আলআইসি সহ একাধিক বিমা৷ 

মানস ভুঁইয়ার হলফনামা অনুযায়ী, তাঁদের নিজস্ব কোনও গাড়ি নেই৷ তবে তাঁর নামে রয়েছে ৪০ গ্রাম সোনার গয়না৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা৷ রয়েছে বেশ কিছু দামি পাথর৷ যার দাম হবে ১ লক্ষ ৯ হাজার টাকা৷ তাঁর স্ত্রীর নামে রয়েছে ৬১৬.৭ গ্রাম সোনা৷ যার মূল্য ৩০ লক্ষ ৫২ হাজার ৬৬৫ টাকা৷ সব মিলিয়ে মানস ভুঁইয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা৷ তাঁর স্ত্রী গীতা ভুঁইয়ার নামে রয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার ১৫৭ টাকার অস্থাবর সম্পত্তি৷ স্বামী-স্ত্রীর মিলিত অস্থাবর সম্পত্তি ২ কোটি ৬৬ লক্ষ ৫৭ হাজার ৭৫৭ টাকা৷ 

আরও পড়ুন- “কে বলল আমি তৃণমূল?” মোদীর সভায় থাকছেন, জানিয়ে দিলেন শিশির অধিকারী

পাশাপাশি স্থাবর সম্পত্তির খতিয়ানও দিয়েছেন সবং-এর তৃণমূল প্রার্থী৷ হলফনামা অনুযায়ী তাঁর নামে রয়েছে কৃষি ও অকৃষি জমি৷  রয়েছে একাধিক বসত বাড়ি ও একটি বাণিজ্যিক বাড়ি৷ অন্যদিকে গীতা ভুঁইয়ার নামে কোনও অকৃষি জমি নেই৷ রয়েছে কৃষি জমি, একটি বসত বাড়ি৷ তবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত কোনও বাড়ি নেই তাঁর নামে৷ মানস ভুঁইয়ার স্থাবর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮১ লক্ষ ৮৮ হাজার ৫৬৮ টাকা৷ এবং গীতা ভুঁইয়ার নামে রয়েছে ১ কোটি ৮৬ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা৷ ভুঁইয়া দম্পতির মোট স্থাবর সম্পত্তি ৪ কোটি ৬৮ লক্ষ ৩৬ হাজার ৩৬৮ টাকা৷ স্থাবর এবং অস্থাবর মিলিয়ে তাঁদের মোট সম্পত্তি ৭ কোটি ৩৪ লক্ষ ৯৪ হাজার ১২৫ টাকা৷ তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই, বলে হলফনামায় জানিয়েছেন মানস ভুঁইয়া৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =