ভিন দেশের পাসপোর্ট বানিয়ে পালানোর ছক কষছিল বিকাশ, সঙ্গে ছিল প্রচুর টাকা, দাবি ইডির

ভিন দেশের পাসপোর্ট বানিয়ে পালানোর ছক কষছিল বিকাশ, সঙ্গে ছিল প্রচুর টাকা, দাবি ইডির

কলকাতা:  গরু ও কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকশ মিশ্রকে৷ ভিন দেশের পাসপোর্ট বানিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর৷ দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ গতকাল দিল্লি থেকে গ্রেফতার হয় বিকাশ৷ তবে তাঁকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে না৷ দিল্লিতেই জিজ্ঞাসাবাদ করা হবে বিকাশকে৷ রাজধানীর বুকেই গত এক মাস ধরে গা ঢাকা দিয়েছিল সে৷ 

আরও পড়ুন-  “কে বলল আমি তৃণমূল?” মোদীর সভায় থাকছেন, জানিয়ে দিলেন শিশির অধিকারী

প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকদের দাবি, দাদা বিনয় মিশ্রের মতই ভিন দেশের পাসপোর্ট বানিয়ে পালানোর ছক কষছিল বিকাশ মিশ্র৷ দিল্লিতে এজেন্টের মাধ্যমে দুটি পাসপোর্ট তৈরির কাজও চলছিল৷ ওই এজেন্টকে অ্যাডভান্ট টাকাও দিয়েছিল সে৷ প্রচুর টাকা নিয়েই দিল্লি এসেছিল বিকাশ৷ ইডি’র আধিকারিকরা জানতে পারেন দিল্লির বসন্ত বিহার এলাকায় রয়েছে বিকাশ৷ খবর পেয়েই তাকে গ্রেফতার করা হয়৷ দেশ ছেড়ে পালানোর আগেই ধরা পড়ে বিকাশ৷  

কয়েকদিন আগেই বিকাশ মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল৷ অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেখানেও পিছন থেকে মদত যোগাচ্ছিল বিকাশ মিশ্র৷ তার মনে হয়েছিল, লালা সুপ্রিম কোর্টে কোনও ছাড় পেলে, তারাও ফায়দা পাবে৷ কিন্তু গতকাল বিকাশের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়৷ দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে৷ কয়লা পাচারের সঙ্গে কোন কোন প্রভাবশালীরা যুক্ত রয়েছেন, তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডি’র অধিকারিকরা৷ তাকে ৬ দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন জানিয়েছে ইডি৷ 

আরও পড়ুন- “বৈশাখীকে সিট দিতে পারছি না”, শোনার পরেই দলত্যাগ শোভনের

এদিকে, গরু পাচারকাণ্ডের অন্যতম পান্ডা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করেছে সিবিআই। ফ্রান্সের লিয়ঁ-তে ইন্টারপোলের সদর দফতরে সিবিআই-এর তরফে ওই আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদন পত্রের সঙ্গে বিনয় মিশ্রর বিরুদ্ধে যাবতীয় তথ্যও দেওয়া হয়েছে৷      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =