তপসিয়া নয়, এবার ধাপা থেকেই ইস্যু করা হবে করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট

তপসিয়া নয়, এবার ধাপা থেকেই ইস্যু করা হবে করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট

কলকাতা: করোনায় মৃত ব্যক্তিদের পরিবার-পরিজনদের অসুবিধার কথা ভেবে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার৷ এবার  ধাপা থেকেই ইস্যু করা হবে ডেথ সার্টিফিকেট৷ ধাপায় এসডব্লিউএম-এর ঘরেই কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে একটি অফিস খোলা হয়েছে৷ সেখানেই বসানো হয়েছে কম্পিউটার-প্রিন্টার৷ উল্লেখ্য, আগে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে মৃতের পরিবারকে যেতে হত তপসিয়ার হিন্দু বেরিয়াল গ্রাউন্ডে। 

আরও পড়ুন- কাজল সিনহার মৃত্যু, সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের অভিযোগ!

ধাপায় পুরসভার স্বাস্থ্য বিভাগের অফিসে বসেই কাজ করছেন কর্মীরা৷ ইতিমধ্যেই গোটা সেট আপ দেখে গিয়েছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক৷ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ঘরের সামনের দিকেই একটা ছোট জায়গায় এই অফিস খোলা হয়েছে৷ এখান থেকেই ইস্যু করা হবে ডেথ সার্টিফিকেট৷ এতদিন করোনা আক্রান্ত ব্যক্তির দেহ ধাপায় দাহ করা হলেও তাঁর ডেথ সার্টিফিকেট নিতে যেতে হত তপসিয়া হিন্দু কবরস্থানে৷ কিন্তু এখন দাহ করার পর হাসপাতাল থেকে যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার এই অফিস থেকেই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে৷ ফলে কোভিড আক্রান্ত হয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের কিছুটা হলেও সমস্যার সমাধান হবে৷ তাঁদের আর তপসিয়াতে ছুটে যেতে হবে না৷ 
 

আরও পড়ুন- বহু কষ্টে খোঁজ মিলল কেষ্টর, বাহিনীকে ‘ফাঁকি’ দিয়ে তারাপীঠে মায়ের মন্দিরে অনুব্রত

স্বাস্থ্য বিভাগের এক কর্মী বলেন, এখানে সমস্ত সিস্টেম প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে৷ স্টেশনারিজ এলে আজ থেকেই শুরু হয়ে যাবে কাজ৷ শেষকৃত্যের পর হাসপাতাল ডিসি এই অফিসে আসবে৷ এর পরেই সেটি রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট ইস্যু করা হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =