কাজল সিনহার মৃত্যু, সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের অভিযোগ!

কাজল সিনহার মৃত্যু, সুদীপ জৈনের বিরুদ্ধে খুনের অভিযোগ!

ad28ace9e5c8e27c573fd149e98deefa

কলকাতা: নিজের কেন্দ্রে নির্বাচনের দিন করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। তার দুদিন পরেই তাঁর মৃত্যু হয়। এবার এই মৃত্যু প্রসঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হল! খড়দহ থানায় এই অভিযোগ দায়ের করেছেন প্রয়াত তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী।

আট দফা নির্বাচন প্রসঙ্গে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার কাজল সিনহার মৃত্যুর প্রসঙ্গে আবার সেই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন চিহ্ন উঠে গেল। কারণ খড়দহের তৃণমূল প্রার্থীর স্ত্রী খড়দহ থানায় অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাঁর মূল অভিযোগ, নির্বাচন কমিশন যেভাবে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এত দফায় নির্বাচন করেছে এবং পরিস্থিতি সামাল দিতে পারেনি, তার জন্যই তাঁর স্বামী কাজল সিনহার মৃত্যু হয়েছে করোনায়। এক্ষেত্রে তিনি সরাসরি নাম নিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনের সুদীপ জৈনের। তবে অভিযোগ দায়ের করে শুধু কাজল সিনহার কথা বলেননি‌ তিনি। রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা মারা গিয়েছেন তাদের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।

 

গত ২২ এপ্রিল ভাইরাস আক্রান্ত হওয়ার পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তিনি হোম করেন তিনি ছিলেন। পরবর্তী ক্ষেত্রে কাজল সিনা বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি হয়েছিলেন অবস্থার অবনতির কারণে। চিকিৎসকরা জানিয়েছেন, হাই সুগার থাকার পাশাপাশি প্যানক্রিয়াসের সমস্যা ছিল তৃণমূল প্রার্থীর। তাই ক্রমে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *