নন্দীগ্রাম: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ রাত পোহালেই শুরু হবে দ্বিতীয় দফার ভোট৷ তবে এই মুহূর্তে গোটা রাজ্য তথা সারা ভারতের নজর আটকে হাইভোল্টেজ নন্দীগ্রামের উপর৷ একুশের ভোটে কার্যত ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে নন্দীগ্রাম৷ কারণ এই কেন্দ্রে একদিকে প্রেস্টিজ ফাইটে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু নন্দীগ্রামে এই মেগা ফাইট শুরু হওয়ার আগেই ভেঙে পড়ল এই কেন্দ্রের ইন্টারনেট পরিষেবা৷ যার জেরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে ৷ প্রবল উদ্বেগে নির্বাচন কমিশন৷
আরও পড়ুন- “মুসলিম ভোট নির্ভর মমতা, গুঁতিয়ে দেওয়া দরকার”, হুঙ্কার আব্বাসের
ইন্টারনেট স্তব্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন কেন্দ্রে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে৷ গুগল অ্যাপের সাহায্য নিয়েই নির্দিষ্ট ক্যাম্প থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁদের৷ কিন্তু ইন্টারনেটে ভেঙে পড়ায় আপাতত অকেজো সেই অ্যাপ৷ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বিএসএলএল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে নির্বাচন কমিশন৷ কিন্তু এত দ্রুততার সঙ্গে ইন্টারনেট ফেরানো কার্যত অসম্ভব বলে জানিয়ে দিয়েছে বিএসএনএল৷ তবে তারা সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা চালাবে বলেও আশ্বস্ত করেছে৷
কিন্তু কেন ভেঙে পড়ল নন্দীগ্রামের ইন্টারনেট পরিষেবা? অনেকেই মনে করছেন, হাইভোল্টেজ নন্দীগ্রামকে কেন্দ্রকে করে চরম উৎসাহ তৈরি হয়েছে আমআদমির মধ্যে৷ এই কেন্দ্রের হালহকিকত জানতে বারবার মানুষ ইন্টারনেটের সাহায্য নিচ্ছে৷ অতিরিক্ত চাপ পড়ার জন্যই ভেঙে পড়েছে পরিষেবা৷ তবে সকলে এই যুক্তি মানতে নারাজ৷ অনেকেই এর পিছনে দেখছে রাজনৈতিক অভিসন্ধি৷ গভীর পরিকল্পনা করেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি উঠেছে৷ আজ বা কাল সকালের মধ্যে নন্দীগ্রামে ইন্টারনেট পরিষেবা চালু না হলে এই কেন্দ্রে বেলাগাম সন্ত্রাস হবে৷ বুথে বুথে ছড়াবে হিংসা৷ ফের রক্ত বইবে হলদি নদীর জলে৷ আর এই সন্ত্রাসের সাক্ষ্য প্রমাণ স্বরূপ কোনও ফুটেজ থাকবে না৷ ফলে নন্দীগ্রাম নিয়ে চরম চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন৷
ইতিমধ্যেই নন্দীগ্রামের প্রতিটি বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ আকাশ পথে চলছে ড্রোনের নজরদারি৷ কিন্তু, ভোটের দিনে ইন্টারনেট না থাকলে ঠিক কী কী সমস্যা হতে পারে? প্রথমতম, গুগল ম্যাপ ব্যবহার করতে পারবে না বাহিনী৷ ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হতে পারে তাদের৷ দ্বিতীয়ত, ভোটের কাজে কমিশনকে চরম সমস্যায় পড়তে হবে৷ তৃতীয়ত, বুথে ‘ওয়েবকাস্টিং’-এর সমস্যা হতে পারে৷ চতুর্থত, কাজে সমস্যা হবে সংবাদমাধ্যমের৷ বুথে হিংসা ছড়ালে তা সরাসরি সম্প্রচার করতে পারবে না সংবাদমাধ্যম৷ মিডিয়া মনিটরিংয়ে বিপাকে পড়তে পারে কমিশন৷ কোথাও কোনও অশান্তি হলে মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট বুথে ব্যবস্থা নিয়ে থাকে কমিশন৷ ইন্টারনেট না থাকলে মিডিয়া মনিটরিংয় হবে কীভাবে?
আরও পড়ুন- “প্রার্থী না হলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়”, দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
এদিকে নন্দীগ্রামে ইন্টারনেট বন্ধ হতেই ফের গর্জে ওঠেন মমতা৷ তিনি বলেন, বহিরাগতরা নন্দীগ্রামে ঢুকছে৷ নির্বাচন কমিশনের কাছে অনুরোধ সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা হোক৷ গোকুলনগর, বয়াল, বলরামপুরে বহিরাগত ঢুকছে৷ বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে অশান্তি করেছে। নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত৷