পঞ্চায়েত নির্বাচনে গ্ল্যামারের ছোঁয়া, ভোটের দিন বাজেয়াপ্ত বিপুল সিঙারা-জিলিপি

পঞ্চায়েত নির্বাচনে গ্ল্যামারের ছোঁয়া, ভোটের দিন বাজেয়াপ্ত বিপুল সিঙারা-জিলিপি

উন্নাও: ভোটের দিন ভোটারদের মন জিততে বিভিন্ন সময় মিষ্টি মুখের আয়োজন করা হয়ে থাকে৷ কোথাও আবার চলে লুচি-আলুর দম খাওয়ানোর প্রস্তুতি৷ তেমনই উত্তরপ্রদেশের উন্নাওয়ে হাসানগঞ্জ পঞ্চায়েত ভোটের দিন চলছিল দুই কুইন্টাল জিলিপি ও হাজার খানেক সিঙাড়া তৈরির কাজ৷ কিন্তু শেষ মুহূর্তে সব আয়োজনে জল ঢালল পুলিশ৷ বাজেয়াপ্ত করা হল সিঙারা-জিলিপি!

আরও পড়ুন- নিষিদ্ধ হতে পারে প্লাস্টিকের ব্যবহার! প্লাস্টিক দূষণ প্রতিরোধে বড় পরিকল্পনা কেন্দ্রের!

শনিবার ছিল হাসানগঞ্জ পঞ্চায়েতের ভোট৷ আর ভোটের দিনই ভোটারদের পেটপুজো করিয়ে তাঁদের প্রভাবিত করতে তৈরি করা হচ্ছিল কুইন্টাল-কুইন্টাল সিঙারা আর হাজার খানেক জিলিপি৷ জানা গিয়েছে, এক প্রার্থীর বাড়িতে আগে থেকেই মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ ময়দা, ঘি ও অন্যান্য সামগ্রী৷ আনা হয়েছিল এলপিজি সিলিন্ডার৷ কিন্তু এই সিঙারা মিশন-এর কথা জানতে পেরে যায় পুলিশ৷ হানা দেয় ওই প্রার্থীর বাড়িতে৷ সেখানে হানা দিয়েই উদ্ধার করে আনে সমস্ত সামগ্রী৷ গ্রেফতার করা হয় ১০ জনকে৷ করোনা বিধি ও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে রুজু করা হয় মামলা৷ 

এদিকে উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটে উঠেছে সেলেব ঝড়৷ পঞ্চায়েতের পরতে পরতে ছোঁয়া লেগেছে গ্ল্যামারের৷ জৌনপুরের বকশা ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন ২০১৫ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনালিস্ট দিক্ষা সিং। ওই সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হতে না পারলেও গ্ল্যামার দুনিয়ায় নিজের নামটি লিখিয়ে ফেলেছেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। দর্শন রাভেলের একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি৷ বলে রাখা ভালো ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২ লক্ষ। গ্ল্যামার ওয়ার্ল্ড থেকেই দীক্ষা এবার রাজনীতির রঙ্গমঞ্চের সদস্য৷ তবে তিনি আত্মবিশ্বাসী নতুন হলেও এখান থেকে খালি হাতে ফিরবেন না তিনি৷ 

আরও পড়ুন- দাড়ি কামানোর ব্লেড দিয়ে সন্তান প্রসবের চেষ্টা অষ্টম শ্রেণি ‘ফেল’ চিকিৎসকের! ঘটল ভয়ঙ্কর ঘটনা!

আগামী ১৫ তারিখ ভোট রয়েছে জৌনপুরে। আপাতত জোড় প্রচার করছেন তিনি৷ তিনি জৌনপুরেরই মেয়ে৷ তবে গোয়াতেই বড় হয়ে উঠেছেন দীক্ষা। তাই আরও একবার ভোটের ময়দানে নিজেকে ‘ভূমিকন্যা’ প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =