সল্টলেক সেন্ট্রাল পার্কের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় ৭০টি ঝুপড়ি

সল্টলেক সেন্ট্রাল পার্কের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত প্রায় ৭০টি ঝুপড়ি

কলকাতা:  সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন৷ সোমবার সকাল ৮টা নাগাদ আগুন লেগে যায় এই ঝুপড়িতে৷  আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৫০টি ঝুপড়ি৷ কী ভাবে এই আগুন লাগত তা এখনও জানা যায়নি৷ আগুন লাগার পরই স্থানীয় মানুষ দমকলে খবর দেয়৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে৷  ঘটনাস্থলে রয়েছে দমকলের ৭টি ইঞ্জিন৷ 

আরও পড়ুন-  “মানুষটা সেদিন রঙে ঢেকে গিয়েছিল..”, দোলপূর্ণিমায় সৌমিত্র স্মৃতিতে মশগুল সুজাতা

এদিন প্রথমে ঝুপড়ির একটি ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়৷ তার পর মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন গোটা ঝুপড়িকে গ্রাস করে নেয়৷ তবে ঝুপড়িবাসীদের নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়৷ এর পর তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷ তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় হুলস্থূল পড়ে যায়৷ চোখের সামনে নিজেদের মাথা গোঁজার আশ্রয় পুড়ে যেতে দেখেন সেখানকার বাসিন্দারা৷ এদিন আগুন লাগার পর প্রথমে নিজেরাই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ঝুপড়িবাসীরা৷ কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তেই তাঁরা দিশেহারা হয়ে পড়েন৷ ইতিমধ্যে খবর দেওয়া হয় দমকলে৷ তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দলকল বাহিনী৷ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে খবর৷ 

আরও পড়ুন- “নন্দীগ্রামে সেদিন পুলিশ ঢুকিয়েছিল অধিকারীরা”, মমতার অভিযোগে কলঙ্কমোচন বামেদের?

এদিকে  বিকাশ ভবনের উল্টো দিকে সেন্ট্রাল পার্ক লাগোয়া বস্তিতে আগুন লাগার ঘটনায় সংলগ্ন একাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ কী থেকে এই আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঝুপড়িতে মজুত দাহ্য পদার্থ থেকেই আগুন লেগেছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিধাননগর থানার পুলিশ এবং দমকলমন্ত্রী সুজিত বসু৷ তিনি বলেন, ‘‘কতগুলি ঝুপড়ি ও দেকান পুড়ে গিয়েছে আমরা খতিয়ে দেখছি৷ অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছে৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =