আরামবাগ: আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতির জটিলতায় ভেসে গেছে তাঁর সাজানো সংসার, তবে স্বামীর জন্য এখনও যে মাঝেমাঝেই আবেগে ভাসেন সুজাতা মন্ডল, এদিন আরো একবার মিলল তার প্রমাণ। দোলপূর্ণিমার ভরা সন্ধ্যায় বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্মৃতিতে মশগুল রইলেন তৃণমূল প্রার্থী স্ত্রী সুজাতা মন্ডল।
২০১৮ সালে শেষবার স্বামী সৌমিত্র খাঁর সঙ্গে একসাথে দোল কাটিয়েছিলেন সুজাতা মন্ডল, এদিন এমনটাই জানিয়েছেন তিনি। তারপর রাজনীতির আঙিনায় গঙ্গা যমুনা দিয়ে বয়ে গেছে অনেকখানি জল। আজ ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তিনি যান আরামবাগের ঘাসফুল প্রার্থী, অন্যদিকে তাঁর স্বামীই তখন রয়েছেন পদ্ম শিবিরে। দুজনের মধ্যে বিস্তর ব্যবধান এনেছে রাজনীতি। তার মাঝেই এদিন দোলের সন্ধ্যায় স্বামীকে ভুলে থাকতে পারলেন না সুজাতা।
আরও পড়ুন- “নন্দীগ্রামে সেদিন পুলিশ ঢুকিয়েছিল অধিকারীরা”, মমতার অভিযোগে কলঙ্কমোচন বামেদের?
অতীতের স্মৃতিচারণ করে এদিন তিনি বলেন, “সৌমিত্রের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর থেকে তাঁকে ছাড়া দোল কাটাইনি কখনো। ২০১৮ সালে বিষ্ণুপুরে দোল খেলেছিলাম দুজনে।” এখানেই শেষ নয়, স্মৃতির পাতা হাতড়ে তিনি আরো বলেন, “মানুষটা সেদিন রঙে পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছিল। শুধু ওর চোখ দুটো দেখা যাচ্ছিল। বাথরুমজুড়ে আবির ছিল, মনে হচ্ছিল অন্য ডিজাইন তৈরি হয়েছে।” রঙিন সেই দিনগুলো ভুলে আপাতত অবশ্য বর্তমানেই ফোকাস করছেন গেরুয়া নেতার স্ত্রী। আরামবাগ কেন্দ্রে জয় পাওয়ার বিষয়ে রীতিমতো আত্মবিশ্বাসী তিনি। বলেন, “এর আগে কোনো মহিলা বিধায়ক আরামবাগে হয়নি। আশা করি ২ মে-র পর তা হবে।” একইসঙ্গে সকলকে করোনা বিধি মেনে দোল খেলার পরামর্শও দিয়েছেন সুজাতা মন্ডল।
উল্লেখ্য, মাস কয়েক আগে যখন তৃণমূল থেকে একে একে বিজেপিতে যাওয়ার হিরিক শুরু হয়েছিল, সেই সময় আচমকাই ঘাসফুল শিবিরে এসে যোগ দেন খোদ বিজেপির যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল। এক সময় তাঁকে স্বামীর হয়ে ব্যাপক প্রচার চালাতেও দেখা গিয়েছিল। তাঁর যোগদানে যে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।