পুরুলিয়া: পুরুলিয়ার জনসভায় থেকে ফের ‘খেলা হবে’ স্লোগানে মমতাকে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী৷ বললেন, ‘‘অনেক খেলা হয়েছে, এবার খেলা শেষ হবে৷’’
আরও পড়ুন- পুরুলিয়ায় ‘জলসঙ্কট ভরা জীবন’ দিয়েছে তৃণমূল, ১০ বছরে একটা সেতুও হয়নি, তোপ নমোর
এদিন হুঙ্কার ছেড়ে বাঙালির মন ছুঁতে বাংলাতে নমো বলেন, ‘‘আজ বাংলার মানুষ বলছে অত্যাচার অনেক করেছ দিদি, ভয় দেখানোই তোমার অস্ত্র৷ রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ৷ মা দুর্গার আশীর্বাদে তোমায় পরাস্ত করবে৷’’ তাঁর কথায়, মানুষের এই উৎসাহ প্রমাণ করছে, তৃণমূলের পরাজয় নিশ্চিত৷ এইবার বাংলায় সিন্ডিকেটওয়ালাদের পরাজয় হবে৷ বাংলার ভোটে কাটমানি নেওয়া, তোতাবাজি নেওয়াদের পরাজয় হবে৷ তিনি বলেন, বাংলায় তৃণমূল সরকারের আর হাতেগোনা দিন পড়ে রয়েছে৷ এটা ভালো মতেই বুঝতে পেরেছেন দিদি৷ আর সে জন্যই উনি বলছেন খেলা হবে৷
মোদী বলেন, ‘‘বাংলার মানুষের জন্য দিনরাত এক করে কাজ করার সংকল্প থাকলে দিদি খেলা করা যায় না৷ আর সেই জন্যই দিদি বলেন, খেলা হবে৷ বিজেপি বলে চাকরি হবে৷ দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে৷ দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে, মহিলাদের উত্থান হবে, যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে, পাকা বাড়ি হবে, প্রত্যের ঘরে পরিষ্কার জল হবে৷ বিজেপি বলে, গ্রামে গ্রামে জলের সুবিধা হবে, হাসপাতাল হবে, স্কুল হবে৷ দিদি বাংলার ভাইবোনেদের সঙ্গে দশ বছর খেলেছেন, এবার খেলা শেষ হবে, আর বিকাশ আরম্ভ হবে৷’’
আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩
তোপ দেগে নমো আরও বলেন, বাংলার মানুষের মঙ্গলের চেয়ে দিদির খেলার চিন্তা বেশি৷ কিন্তু দিদি এটা ভুলে গিয়েছেন, বাংলার মানুষ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে৷ ১০ বছরের দুর্নীতির সাজা বাংলার মানুষ তাঁকে দেবে৷ কলকাতার ব্রিগেড জনসমাবেশের পর যা ঘটছে তা আপনারা দেখতে পাচ্ছে৷ সারা দেশে মানুষ দেখছে৷ ১০ বছর ধরে তুষ্টিকরণের পর এখন মমতা দিদি হঠাৎ করে বদলে গিয়েছেন৷ এটা পরিবর্তন নয়, এটা পরাজয়ের ভয়৷ বাংলার মানুষের ক্ষোভ, যা দিদিকে বদলে দিয়েছে৷ মোদী কটাক্ষ করে বলেন, আপনি সব দিক দিয়ে খেলতে থাকুন, বাংলার মানুষ আপনাকে জবাব দেবে৷ তারা পুরনো কথা ভোলেনি৷