ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩

ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩

a26c6d33b99011fe8690988460b406b7

 

ভাটপাড়া: ভোটের আগে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগণার ভাটপাড়া৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি৷ তাঁর বাড়ি তথা দফতর ‘মজদুর ভবন’-এর সামনে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি সাংসদ৷

এদিকে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জগদ্দল এলাকায়৷ বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ৮ নম্বর গলিতে পর পর বোমা ছোড়ার অভিযোগ উঠেছে৷ বোমায় জখম হন এক বৃদ্ধ ও ১৪ বছরের এক কিশোর৷ গতকাল সন্ধে থেকেই থমথমে জগদ্দল৷ এদিকে গতকাল রাত্রে ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর অর্জুন সিংয়ের সঙ্গে বচসা বাধে৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ নির্বাচন কমিশনে নালিশ করার কথাও জানান বিজেপি সাংসদ৷

ঘটনায় আহত বছর ১৪-র কিশোর অমিত তিওয়ারি জানায়, বাড়ির বাইরে বসে থাকার সময় বোমা নিক্ষেপ করা হয়৷ সেই সময়ই চোট পায় সে৷ যারা বোমা ছুঁড়ছিল, তাদের চিনতে পারেনি ওই কিশোর৷ এদিকে খবর পেয়েই ভাটপাড়ায় পৌঁছন বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় নন্দা৷ পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷

অজয় নন্দা বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি, দুটি দলেরই কিছু দুষ্কৃতী এখানে বোমাবাজি করেছে৷ বিরোধীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে৷ বেশ কয়েক জন আহত হয়েছেন৷ একজন  মহিলার পায়ে চোট লেগেছে৷ এফআইআর হচ্ছে৷ মামলার তদন্ত করা হবে৷’’ বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় পুরো টিম নিয়ে তদন্ত শুরু করেন কমিশনার অজয় নন্দা৷ রয়েছে সিআরপিএফ-এর জওয়ানরাও৷ স্থানীয় মানুষদের সঙ্গেও তিনি কথা বলছেন৷ স্থানীয় মানুষের মন থেকে ভয় দূর করতে তারা এলাকাজুড়ে চলছে টহলদারি৷

এদিকে অর্জুন সিং জানান, ‘‘দুষ্কৃতীরা অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ কিন্তু পুলিশ ঠুঠো জগন্নাথ হয়ে রয়েছে৷ ১৫টি জায়গায় বোমাবাজি করা হয়েছে৷ সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা৷ বোমার আঘাতে আহত হয়েছেন তিনজন৷ তাদের মধ্যে একজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে৷ অথচ পুলিশ নিষ্ক্রীয়৷ আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *