পুরুলিয়ায় ‘জলসঙ্কট ভরা জীবন’ দিয়েছে তৃণমূল, ১০ বছরে একটা সেতুও হয়নি, তোপ নমোর

পুরুলিয়ায় ‘জলসঙ্কট ভরা জীবন’ দিয়েছে তৃণমূল, ১০ বছরে একটা সেতুও হয়নি, তোপ নমোর

পুরুলিয়া:  উন্নয়নকে হাতিয়ার করেই একুশের ভোট যুদ্ধে ঝাঁপিয়েছে তৃণমূল৷ বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভা থেকে সেই উন্নয়ন নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পুরুলিয়ায় মানুষের জীবন জলসঙ্কটে ভরা বলে সুর চড়ালেন তিনি৷ 

আরও পড়ুন- ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, আহত ৩

নমো বলেন, পুরুলিয়ায় জলের প্রবল সমস্যা রয়েছে৷ এখানকার কৃষকরা চাষের জন্য পর্যাপ্ত জল পায় না৷ পানীয় জলের জন্য এখানকার মা বোনেদের বহু দূর পায়ে হেঁটে যেতে হয়৷ প্রথমে বামপন্থী সরকার এবং পরে তৃণমূল সরকার ক্ষমতায় এসে এখানে কোনও কাজ করেনি৷ জল না থাকায় এখানে পুশুপালনেও সমস্যা হয়৷ অথচ কৃষকদের কথা না ভেবে তৃণমূল সরকার নিজেদের খেলায় মত্ত রয়েছে৷ তাঁর কথায়, এই সরকার পুরুলিয়ার মানুষকে ‘জলসঙ্কটে ভরা জীবন’ দিয়েছে৷ 

প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভেদ সৃষ্টি করা হয়েছে৷ দেশের বিক্ষিপ্ত অংশ হিসাবে পুরুলিয়ার পরিচিতি গড়ে তোলা হয়েছে৷ ৮ বছরেও কেন পুরুলিয়ায় পাইপলাইন ওয়াটার প্রজেক্ট সম্পন্ন হল না? দিদি এখানকার মানুষ জবাব চাইছে৷ তিনি বলেন, তৃণমূল এখন উন্নয়নের কথা বলছে৷ অথচ বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারেনি তারা৷ বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই সমস্যা তৎপরতার সঙ্গে সমাধান করা হবে৷ বাংলায় ডবল ইঞ্জিনের সরকার তৈরি করা হবে৷ ডবল ইঞ্জিন সরকার এলে বাংলায় বিকাশ হবে৷ 

আরও পড়ুন- আরো এক তালিকা, আরো এক তারকা! প্রার্থী ঘোষণায় ফের চমক বিজেপির

তিনি বলেন, পুরুলিয়ায় ট্যুরিজমের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে৷ এখানে হস্তশিল্পের অসাধারণ কাজ হয়৷ বিজেপি ক্ষমতায় এলে এই সব কিছুর উপর জোড় দেওয়া হবে৷ যেখানে যেখানে বিজেপি সরকার হয়েছে, মাইলের পর মাইর পথ জুড়ে জলের পাইপ বসানো হয়েছে৷ হাজার হাজার ট্যাঙ্ক বানানো হয়েছে৷ জল সঙ্কট না থাকায় সেখানকার কৃষক বিভিন্ন ধরনের ফসল ফলাতে সক্ষম হয়েছে৷ ক্ষমতায় এলে বাংলাতেও জলের সঙ্কট দূর করা হবে৷ পুরুলিয়ার সংযোগ বাড়ানো হবে৷ পশ্চিমবাংলার প্রতিটি প্রান্ত রেল পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে৷ ৫০ হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে৷ ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডরের একটা সেকশন শুরু ও হয়ে গিয়েছে৷ ২ মে’র পর বিজেপি ক্ষমতায় এলে ডানকুনি সেকসনের কাজও দ্রুত শুরু করে দেওয়া হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =