অনিয়মের জালে উচ্চ প্রাথমিক, CBI তদন্ত চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

অনিয়মের জালে উচ্চ প্রাথমিক, CBI তদন্ত চেয়ে মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা:  উচ্চ প্রাথমিকে নিয়োগে ফের মামলা৷ সিবিআই তদন্ত চেয়ে মামলা করা হল হাইকোর্টে৷ কমিশনের অনিয়মের অভিযোগে তদন্ত চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা৷ সিবিআই বা সিআইডি অফিসারদের নিয়ে স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম বা সিট গঠন করে তদন্তের আবেদন জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- নির্দেশ ছাড়া নিয়োগ নয়, উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের

উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বারবার কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে৷ কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়ার পরেও অনিয়ম কার্যত থেকেই গিয়েছে৷ বারবার অনিয়মের মামলা হচ্ছে হাইকোর্টে৷ যার জেরে নিয়োগ প্রক্রিয়া ব্যহত হচ্ছে৷ একই কমিশন একই নিয়োগ প্রক্রিয়া কী ভাবে ভুল করে? এই প্রশ্ন তুলে এদিন মামলা করা হয়েছে৷ এই অস্বচ্ছতা কাটানোর জন্য অবিলম্বে সিবিআই বা সিআইডি অফিসারদের নিয়ে সিট গঠন করে তদন্ত শুরু করা হোক৷ এই আবেদন করা হয়েছে৷ শুক্রবার এই আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন উলুবেড়িয়ার বাসিন্দা সুব্রত মণ্ডল৷

এদিকে, স্কুল সার্ভিস কমিশনের পোর্টালও বন্ধ রাখা হয়েছে৷ ফলে ডেটাবেস ব্যবহার করতে পারছেন না চাকরি প্রার্থীরা৷ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল চালুর আবেদনও জানানো হয়েছে৷ আবেদনকারীর আর্জি, সার্ভার আনলক করে ডেটাবেস ব্যবহার করার অনুমতি দিক কমিশন৷ 

আরও পড়ুন- শুধু শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য নয়, শিক্ষার সার্বিক প্রয়োজনে আবেদনের ভিত্তিতে বদলি প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন চাই

প্রথমবারও নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ দ্বিতীয়বার বন্ধের পর ফের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু তাতেও অনিময়ের অভিযোগ আসছে৷ বারবার শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়৷  এই বিষয়ে যথাযথ তদন্ত করে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে হাইকোর্টের কাছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − thirteen =