নির্দেশ ছাড়া নিয়োগ নয়, উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের

নির্দেশ ছাড়া নিয়োগ নয়, উচ্চ প্রাথমিক নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের

কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ফের  হাই কোর্টে ধাক্কা৷  হাই কোর্টের নির্দেশ ছাড়া উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে পারবে না রাজ্য সরকার৷ সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ফলে কাটল না উচ্চ প্রাথমিকের জট৷ 

আরও পড়ুন- ভারতীয় সেনার রিক্রুটমেন্ট ব়্যালি হবে সিমলায়

এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, চাকরিপ্রার্থীদের যোগ্যতার মান বিচার না করেই মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি৷ স্বচ্ছ ভাবে ইন্টারভিউ নিতে হবে। অন্যদিকে বিচারপতি সুবীর সান্যাল বলেন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হয়নি৷ চূড়ান্ত মেধা তালিকায় বিভিন্ন ভাগে ভাগ করেছে এসএসসি৷ কিন্তু তাতেও অস্বচ্ছতা রয়েছে৷  

দিন কয়েক আগেই ব্রাত্য বসু জানিয়েছিলেন ১৯ জুলাই থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের৷ মোট ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগ হবে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে অনেক আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু তারপরেই আইনি জটিলতা শুরু হয়। চাকরিপ্রার্থীদের একাংশ আদালতের দারস্থ হয় নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ তুলে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চের দ্বারস্থ হয় বেশ কিছু চাকরিপ্রার্থী৷ সেই মামলার শুনানি ছিল আজ৷

অভিযোগকারীদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ভুলে ভরা এবং অস্বচ্ছ। তাই এই প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তারা বিরোধিতা করছে। এই অভিযোগের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছে তারা৷ এই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eighteen =